অনুভুতির খেয়াল
আমি জানি, তোমাদের দেয়ালে অনেক আলোর বন্যা
তোমাদের চোখ ঝলসে যায়, তোমরা চোখ বুজে ঘু্মায়ো।
আকাশ জুড়ে মেঘে মেঘে বৃষ্টির মুক্তো ফোটা হাজারো থেকে লক্ষ
জানালার গ্রিলের ফাকে এক হাতে সে বৃষ্টি কয়েক ফোটা।
তোমাদের পর্দা টানানো জানালায় কত রোদ, তোমরা চাওনি
মনের মাঝে কড়া এই রোদ পোড়াক রঙ্গিন স্বপ্ন…
পথের মাঝে হেটে গেছে তোমাদের সাথে ছায়া
রাস্তাপারে, কখনো পার্কে পিছনে হাড়াতে চেয়েছো দৌড়ে।
অনেক ভালোবাসা ছিল তোমাদের জমানো ছবির এল্যাবামে
অনুভুতির খেয়ালে তোমার করেছো আলিঙ্গন, ভুল করে।
অনেক দূরে সূর্য ছিল, ছিল চাঁদ, সবুজ আর এলোমেলো নদী
তোমাদের চোখ ছিল বদ্ধ ঘরে, সুলতানের দেয়াল চিত্রে।
আমার ঘরে নিকষ কালো আধার, আমি সেই আধারে ছিলাম,
হাত বাড়িয়ে নিজের হাত ছোঁব বলেও খুজে পাইনি
ঘরের ফাক-ফোকর গলে চুইয়ে আসা আলো দেখে,
কতবার অজান্তে কেপে উঠেছি অজানা ভয়ে
আমার দৃষ্টি ছিল না, আমার ছায়া, আমার অনুভূতি…
না আমার কেউ ছিল না
আমি না জেনে, না বুঝে শুধু হিংসা করেছি…
আমার এক বুক হিংসা ছিল তোমাদের কথা ভেবে এ মনে।
5 Responses to অনুভুতির খেয়াল
You must be logged in to post a comment Login
পণ্ডিতজি(!), কবিতা খুব ভালো হয়েছে। আকুলতাটুকু বড় ভালো লাগলো। তবে অভিযোগ হল- দু একটা লাইন পড়তে যেয়ে একটু আটকে গেছি তো চাইলে কবি লাইন আর একটু ভাঙতে পারতো। যেমন- ৩য় ও ৪র্থ লাইন। তো কবি ব্যাপারটা নিয়ে ভাববে এই কামনায় শেষ করলাম।
কাব্যসুন্দর এক অনুভবের পাখি।
:rose:
আপনার এই কবিতাটি বেশ হয়েছে।
এটাও হইছে বেশ
কবি নিজেই একজন মহান মানুষ তার কাছ থেকে সবসময় এমন লেখা চাই । সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ।