অনুশুচনা
তোমার দুঃখ সমুদ্রে আমি ভাসতে পারিনি কখনই,
কেবলই বালুচরে হেটে গেছি,
কুড়িয়েছি মৃত শামুক আর ঝিনুকের দেহ,
উল্লাসে চিৎকার করেছি,ভেবেছি তুমি
আনন্দ ভেলায় জড়িয়ে আছো আমার
সবটুকু সান্ত্বনা।
অথচ তখন ও তুমি সাইক্লোনে ফুঁসছ
তোমার অস্থি মজ্জায় ছড়িয়ে পড়ছে
ফেনিল বেদনার ঢেউ,
কী শান্ত ই না দেখাতো তোমাকে তখন!
ভুল করেও আমি ভাবিনি,
জীবনের সায়ন্তনে তুমি তখনো এক
দিশেহারা কাপ্তান,
ভালবাসার দ্বীপে আমি দাড়িয়ে
বুঝতে পারিনি তোমার
অসহ্য বেদনার সমুদ্রের
কি দুর্বিপাক ঢেউ ই না আছড়ে পড়ছে,
আমি কেবল এক অন্ধ প্রেমিক হয়ে
হাত বাড়িয়েছি
তোমার কষ্ট ঢেউ ছুতে পাইনি
হায় প্রেম! অন্ধ বলেই কি এমন নির্লজ্জতা দেখা দেয়?
4 Responses to অনুশুচনা
You must be logged in to post a comment Login