Added on জানুয়ারি 4, 2011
নীলসাধু
সঞ্চালক নির্বাচিত
অবিনাশী ক্ষুধা :: ::
নিঃশ্বাসে কাঁপে
মধ্যদুপুরের ঘর্মাক্ত শরীর
যুগল আলিঙ্গনে
দরবেশ মন বিভ্রান্ত,
মৃত্যুমাধু্রী ঠোট
সকল নগ্নতা চুষে
কামড়ে কামড়ে ছিড়ে ফেলে কোমলতা
নতজানু রাজকুমারীর
ময়ুরীর পালক
বসন ।
তৃষ্ণাতুর ঠোট ভেসে বেড়ায়
বুকের জমিনে
উপত্যকায়
জলজ গভীরে,
চোখে ভাসে নর্তকীর ভরাট বুক, নিতম্ব
সরু কোমর ।
দীর্ঘ চুম্বনে
কামুকতার বৃত্তে
সঞ্চিত কামনার আগ্রাসী বিচরন,
আদিম রহস্যে কাঁপে
উপত্যকার ঘনঘাস
চিত্রিত কার্মিক যোনী ।
শরীরে শরীরে উষ্ণতা বাড়ে
উপোসী ধুলোর মাঝে আজ বৃস্টি নামে
সঙ্গমে মেটে পিপাসার্ত দুপুরের
অবিনাশী ক্ষুধা ।
by নীলসাধু
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে।
মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়। ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থৈ পানিতে দুকুল উপচেপরা নদী আমাকে টানে খুব।
ব্যাক্তিগতভাবে বাউল, সাধক, সাধুদের প্রতি আমার দুর্বলতা আছে। তাই নামের শেষে সাধু। এই নামেই আমি লেখালেখি করি।
আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো। শুভ ব্লগিং । ভালো থাকুন সবসময়।
9 Responses to অবিনাশী ক্ষুধা :: ::
You must be logged in to post a comment Login