আমার গানের মালা, একা শ্রাবণে
পল্লী গীতি
কথাঃ নীল নক্ষত্র
সুর এবং কণ্ঠঃ মনসুর খন্দকার
কও না রে মন মেঘের দিনে
শাওন রাইতে গহিন বনে
তারে আমি কোথায় খুঁইজা পাই।।
সে যে আর আসে না ঘরে আমার
মন যে কেমন করে
কোথায় তারে খুঁইজা বেড়াই
কেমনে তারে দেখা পাই।।
গেল বারে কইল মোরে
আসবে ফাগুন মাসে
যে ফাগুনে বসবে মেলা
আমার বাড়ির পাশে।
শাওনের ওই মেঘের মত
আমার আউলা হইল ভাবনা যত
আইসা মনে ধরে সখী
কও না করি কি উপায়।।
4 Responses to আমার গানের মালা, একা শ্রাবণে
You must be logged in to post a comment Login