আমার গানের মালা-যান্ত্রিক ছন্দে
সভ্যতা
কথাঃ নীল নক্ষত্র
সুরঃ শতদল হালদার
কণ্ঠঃ শায়লা শারমিন সুমি
তালঃ ঝুমুর
আগের মত এখানেই খুজে পাবেন গানের লিঙ্ক
যান্ত্রিক ছন্দে ডিজেল মবিলের গন্ধে
মনটায় ভরে থাকে এ কোন আবেশ।
রাজপথ হয়েছে এভিনিউ ফার্মগেটে
ফুটপাথে চলে সহস্র জনতা পায়ে হেটে।।
সোডিয়াম বাতি জ্বলে নিভে গেছে গ্যাস
ট্রাইডেন্ট বোইং ছেড়ে কঙ্কর্ড করেছে প্রবেশ।।
কলিমের ক্যান্টিনে চাইনীজ রেস্তোরা
বসে থাকে কপোত কপোতি জোড়া জোড়া।
করে না প্রাত ভ্রমন নাতির সাথে
সুপ্রভাত ছেড়ে বলে ‘গুড মর্নিং’
আধুনিক বেশ।।।
13 Responses to আমার গানের মালা-যান্ত্রিক ছন্দে
You must be logged in to post a comment Login
বাহ ! গানটা এখনো শুনতে পারিনি তবে কথাগুলো ভাবালো ।শুনবো ।
:rose:
:rose: :rose:
আপনি এখন কেমন আছেন?
অনেকটাই ভালো।
তাও আঁধার-কালো
ঘিরে রাখে সর্বক্ষণ;
হামেশা উচাটন মন….
গানটা শুনলাম।কন্ঠ খারাপ না কিন্তু গায়কিতে সমস্যা আছে।সুর কেঁপে যাচ্ছিল বোধ হয়।গানের কথা ভালো হয়েছে দুঃখিত আমার মনে হয়েছে সুরটা ঠিক যাচ্ছে না।মন্তব্যে সমালোচনাটির জন্য ক্ষমা করবেন।
আপনার মন্তব্য সঠিক তবে একটু ভুমিকা না দিয়ে ভুল হয়েছে। এই গান গুলি প্রায় ২০ বতসর আগে ক্যাসেটে ঘরোয়া ভাবে রেকর্ড করা। এই সেদিন এগুলিকে ডিজিটাল ফরমেটে রূপান্তর করেছি। এই জন্য নানা ত্রুটি সমৃদ্দধ থাকা সত্বেও শুধু আপনাদের নতুন গান শোনাবার জন্য এগুলি দিচ্ছি।
গত কাল পুরনো খাতা খুলে দেখি অনেক গান রয়েছে যাতে সুর করা হয়নি বা আরো যেগুলিতে সুর হয়েছিল সেগুলি রেকর্ড করা হয়নি।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। পাঠকের যে কোন মন্তব্য লেখকের দর্পণ কাজেই এজন্য ক্ষমা চাইবার কোন প্রয়োজন নেই।
সুরকার খুজছি কিন্তু কেউ এগিয়ে আসছে না। আছে কেউ?? নতুন করে সুরকার পেলে নতুন করে ডিজিটাল ফরমেটে রেকর্ড করে আপলোড করতে পারতাম। সাহায্য চাই।
সেটাই ভালো হবে বোধ করি।এই গানের কথার সাথে এই গান একেবারে যাচ্ছে না।আপনি ভালো সুরকার পান এই কামনা করি।
:rose:গান শুনলাম!!!
ধন্যবাদ।
আমাদের শৈলীতে ভাল একজন লিরিকিস্ট পেলাম।
ভাল বা মন্দ কোনটাই বুঝি না। লিখে যাই আপন মনে। তবুও জানাই ধন্যবাদ।
8->
8-> :-bd