কথোপকথোন
– আমি দেখতে চাই
বুকের কত খানি গভীরে
তুমি রেখেছো আমার মুখচ্ছবি?
সেখানে কি উষ্ণ রক্তের চলাচল আছে?
কখনো কি শুনতে পাবো হৃদয়ের গহীন স্পন্দন?
আছে কি রক্ষাকর্তার মত শক্তিশালী কোন এন্টিবডি?
আমি জানি তোমার তা নেই।।
– তুমি জানো?
আমি জানতাম না তুমি জানো!
আমি জানতাম আমার বুকে মাথা রেখে
তারাদের পথে পথে তুমি গ্রহন লাগাতে
দু’চোখে স্বপ্ন ছুঁতে ছুঁতে-
জানতাম, আমার ভালোবাসার স্বচ্ছ জলে
তুমি দিতে ডুবসাঁতার,
গভীরে তুলে রাখা বোধে আগলে
নিবিরতায় শুনে নিতে ভালোবাসি, ভালোবাসি।।
– বলতে পা্রো-
সেদিন সত্যি কি নোনা জলে
তোমার চোখের পাতা ভিজেছিল?
নাকি সে জল মেকি ছিল আমার বিদায় বেলায়!
আমার জানতে ইচ্ছে করে খুব
হিসাবের কাটাকুটিতে আমায় কোন পাল্লায় মেপেছো
সেখানে নিশ্চিত খাদ ছিল!
আমি জানি।
– তুমি জানো!
সত্যি জানো!
আমার ভালোবাসার নক্ষত্রের মিছিলে সেদিন
হঠাৎ খসে পড়া কয়েকটি তারার জন্য
যে অবিরাম কান্না আমি কেঁদেছি, তা তুমি জানো!
সহসা প্রজাপতির চঞ্চল ডানা ভেঙ্গে
নীল আকাশের সাদা মেঘে ভেসে এসে
কতবার বলেছি ভালোবাসি
তোমার নয়নে নয়ন রেখে, নীরবে। তুমি জানো?
7 Responses to কথোপকথোন
You must be logged in to post a comment Login
দারুন হয়েছে তোমার প্রেমের কবিতা
অনেক সুন্দর কবিতা ,ধন্যবাদ মাহি
বেশ।
কথোপকথন…।
মাহি, কথোপকথোন কোথায়? এ তো এক তরফা কথা। সে যা হোক, কবির কথা গুলো কিন্তু হৃদয় ছুয়ে গেল।
নামটা ঠিক যায় নি।তবে ভাব ভালো।আরো লিখুন।শুভ কামনা ভাই।
শৈলীতে অভিনন্দন , আশা করি নিয়মিত হবেন
:yes: :yes: :rose: :clover: :clover: :clover: :clover: