কবিতার নাম স্বাধীনতার শ্রেষ্ঠ কবিতা

কবিতার নাম স্বাধীনতার শ্রেষ্ঠ কবিতা
- জসিম উদ্দিন জয়
বঙ্গবন্ধু থেকে স্বাধীনতা, মানে একটি দেশ
কবিতার খাতায় লিখি যতবার,
গর্বিত তৃষ্ণায় শিহরণ জাগে ততবার,
লেখার হয় না শেষ, একটি বাংলাদেশ।
বঙ্গবন্ধু থেকে যুদ্ধ, যুদ্ধে যুদ্ধে মানচিত্র
পৃথিবীর পাতায় আকাঁ যতবার
আমরি বাংলায় গর্জে উঠি ততবার
অহংকারে হয়না শেষ, একটি বাংলাদেশ।
বঙ্গবন্ধু থেকে কাব্য, যুগান্তরের মহাকাব্য
শত বছরের শোষন নিপিড়ন
নির্যাতিত বাঙ্গালীর মুক্তির স্বদেশ
রক্ত¯œাত পবিত্রভূমি, একটি বাংলাদেশ ।
বঙ্গবন্ধু থেকে বাংলাদেশ, মানে জীবন্ত ইতিহাস
স্বাধীন বাংলা আমি দেখি যতবার,
পল্লবীত চোখে খুজিঁ ততবার
খোঁজার হয় না শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি মহানায়ক
আদর্শে উজ্জ্বিবিত চির অম্লান হে পিতা
শহীদ মিনার, স্মৃতিসৌধ এবং তোমার ছবিটা
লেখা হয় না আমার একটি অমৃত্য কবিতা
লেখা হয় না এই বর্ষার শোকের কবিতা
কবিতার নাম স্বাধীনতার শ্রেষ্ঠ কবিতা।
You must be logged in to post a comment Login