কবিতা ভালোবেসে
অনেক রাতে আমার অবাধ্য কবিতা গুলো
অকারণেই ঘুম ছেড়ে উঠে বসে
পুবের জানালার ধারে হাত বাড়িয়ে হয়তো তারাদেরই বলে
“আমায় তো ওরা মুক্তি দিল না”…
আমি হয়তো অনেক অনেক আদরে
রোদ বৃষ্টি জলে মাথার উপর মায়া হয়ে
ভালোবেসে গেছি কোনদিন না চাইতেই,
আমার কোন কাজ ছিল না
আমার কোন দায় ছিল না
অকারণেই আমার দামি ভালোবাসা গুলো
ছড়িয়ে দিয়েছি সদ্য বোনা ধানের মত।
অনেক রাতে সেই পুবের জানালার ধারে
কেদে কেটে চোখ ফোলানো কবিতার গাল ছুয়ে
বলেছি এসো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দেবো
এসো আমার বুকের মাঝে রেখে সারাজীবন
না জেনেই অকারণে ভালোবাসা দেবো
কবিতা তোমায় তো মুক্তি দিলাম ভালোবেসে
আজ তুমি থাকবে তো?
7 Responses to কবিতা ভালোবেসে
You must be logged in to post a comment Login
ভালোবাসার সোনার খাঁচায়
কাব্যপাখি শিস দিয়ে যায়।
……………………………কবিতা ভালো লাগলো ভাই।
শুভ কামনা।
:rose:
কবিতার প্রতি এত মমতা, চমতকার ভাল লাগল।
চমৎকার লাগল আপনার কবিতাটি।
অনেক সুন্দর কবিতাটি।
মাহী ভাই সবাই যখন চমৎকার আর ভাল বলছে তখন আমার কি বলা উচিৎ বুঝে নিয়েন
কবিতা তোমায় তো মুক্তি দিলাম ভালোবেসে
আজ তুমি থাকবে তো? :-bd :rose:
মাহি ভাই, সুন্দর একটা কবিতা।