কলমের সাইকেল দৌড়
কলমের সাইকেল দৌড়
আমার সাইকেলটির মতোই হারিয়ে গেছেন জহুরী
লেখকের কলমটির প্রতি আমার প্রচন্ড লোভ ছিলো
যখন তার টেবিলের সামনে চেয়ার পেতে বসতাম
কি অনায়াসে না- কলমটি তিন আঙ্গুলের আলিঙ্গনে
চলতে থাকতো আমার সাইকেলটির মতো।
কলমটির চলা দেখতে দেখতে
কতোবার ভেবেছি- আমি ঐ কলমটি চুরি করবো
কিন্তু যতোবার চুরির খায়েশ নিয়ে রুমে ঢুকেছি
ততোবারই দেখেছি কলমের সাইকেল দৌড়
আর ভেবেছি দৌড় সমাপ্ত হলেই
চুরি করে নেবো কলম আর কলমের ম্যাজিক লেখনি।
http://afsarnizam.wordpress.com/
http://afsarnizam.blogspot.com/
12 Responses to কলমের সাইকেল দৌড়
You must be logged in to post a comment Login
আসসালামু আলাইকুম
সুন্দর কবিতা :-)
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।ঐ দিন আপনি আমাকে মাত্রা বিষয়ে সতর্ক না করলে বিরাট ক্ষতি হয়ে যেত আমার। এখন আমি আগের লেখা গুলো আবার ঠিক করে নিচ্ছি।
মনে থাকবে আপনার উপকারের কথা । আপনি একজন দক্ষ ছড়াকার । আপনার পরামর্শ পেলে খুশি হবো ।
ভাল থাকুন । শুভকামনা।
ধন্যবাদ ভাই
যখনই প্রয়োজন হবে তখনই আমাকে বলবেন
আমার সাধ্যমতো চেষ্টা করবো
লোভ থাকা ভালো না
:)) :))
সহি কথা
কিন্তু কেন? বিষয়টা পরিস্কার নয় (হয়ত আমি কবিতা ভাল বুঝি না)।
বুঝলাম না কি বললেন
:rose:
%%- %%- %%-
আপনার কবিতা অন্যরকম। :rose:
ধন্যবাদ
বুঝিছি চরু করা হয়নি
কারন সে কলম থামেনি
ok