কারন এ যে প্রজন্মের ৭১’এর কথা !
এক সময় ! বিজয খুশিতে মন খুব আন্দোলিত হত
আকাশে উড়া রঙ্গিন ঘুড়ির মত ।
ডিসেম্নব এলেই যেন আমাদের শরীরের রক্ত টকবোক করে উঠে
পেপারের পাতা খুললেই মৃত্যু আর হানাদার বাহিনীর বিভতস্বতা ;
স্বজনদের আহা জারি,
সন্তান হারানো মা’ বাবাদের দীর্ঘশ্বাস ছবি বুকে নিয়ে !
চোখের জলে হারানো ভাইয়ের স্মৃতি আওরায় তার প্রিয় বোন !
আর বাংলা চ্যানেল খুললেইতো :
মুক্তিযুদ্ধের নাকট,কবিতা, গান, আলোচনা, সভা, সিনেমা,
কত আয়োজন ! শহীদ মুক্তিযোদ্ধাদের সরকারী সমাদর, দেশের উন্নতির বিশাল ফর্দ !!
জানি আমরা,
শহীদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না কোন দিন ?
মুক্তির দাযভার আমাদের কাঁদেও ! অক্টোপাসের মত বসে থাকে
কখনও আমরা এখান থেকে বেড় হতে পারবো না ;
কারন এ যে প্রজন্মের ৭১’এর কথা ! জানাবো শ্রদ্ধা রক্তের ।
দেখানো স্বপ্ন ;
ভাসবো স্বপ্নে ;
ভাসাবো স্বপ্নে ;
তবু যেন শহীদদের রক্তে ঋণ শোধ হয়,———————-
১ পৌষ,১৪১৭,শীতকাল !
You must be logged in to post a comment Login