কোটিপতি মন

৯১ বা ৯২ সালের দিকে বিটিভিতে পারফেক্ট স্ট্রেঞ্জার নামে একটা ইংরেজী কমেডি সিরিয়াল হতো৷ ল্যারি আর বাল্কির উদ্ভট কাণ্ডকারখানার জন্য সিরিয়ালটা জনপ্রিয় ছিলো৷ একটা পর্বের কথা আমার এখনো কিছুটা মনে পড়ে, বাল্কি-ল্যারি একটা টিভি শোতে অংশ নিতে গেছে, যে শোতে কিছু প্রশ্নের উত্তর দিতে পারলে প্রচুর টাকা পুরস্কার পাওয়া যাবে৷ সবচেয়ে বড় পুরস্কার ছিলো বিশ্বভ্রমণ৷ অনুষ্ঠানের নিয়ম ছিলো একটা প্রশ্ন করার পর ৩০ সেকেণ্ড সময়ের মধ্যে উত্তর দিতে হবে৷ উত্তর ঠিক হলে মোটা টাকা পুরস্কার৷ পরের প্রশ্নের উত্তর দিতে পারলে আগের বারের দ্বিগুন টাকা পুরস্কার৷ এভাবেই পুরস্কারের অংক বাড়তে বাড়তে শেষ প্রশ্নের উত্তর দিতে পারলে একেবারে বিনা খরচায় বিশ্বভ্রমণ৷
অনুষ্টানের একটা গুরুত্বপূর্ণ নিয়ম ছিলো যে একটা প্রশ্ন শোনার পর উত্তর দিতেই হবে৷ প্রশ্ন শোনার পর পারি না বলে চলে গেলে আগে জেতা টাকার কিছুই পাওয়া যাবে না৷ তবে কিছু টাকা জেতার পর নতুন প্রশ্ন না শুনে আগের জেতা টাকা নিয়ে চলে যাওয়া যায়৷
এর অনেক দিন পর ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসে শুরু হলো- কৌন বনেগা ক্রোরপতি৷ পারফেক্ট স্ট্রেঞ্জারের ঐ পর্বের মতো কৌন বনেগা ক্রোরপতি অনুষ্ঠানে মাত্র পনেরোটা প্রশ্নের উত্তর দিতে পারলে কোটি টাকা৷ অমিতাভ বচ্চনের উপস্থাপনায় অনুষ্ঠানটা এতো জনপ্রিয় হলো যে শুনেছি ঐ অনুষ্ঠান চলাকালে ভারতের রাস্তাঘাট ফাঁকা হয়ে যেতো৷ আমার আব্বা অনুষ্ঠানের সময় এমনভাবে টিভির সামনে বসতো যে তাকে হাতি দিয়ে টেনেও সরানো যেতো না (তবে সত্যিকথা হচ্ছে আমরা কখনো তাকে হাতি দিয়ে সরানোর চেষ্টা করিনি৷ কেউ যদি কখনো কোনো কারণে চ্যানেল চেঞ্জ করার কথা বলতো তাকে ঝারি শুনে লাল হয়ে যেতে হতো৷)৷ আব্বার সাথে সাথে আমিও মাঝে মাঝে অনুষ্ঠানটা দেখেছি৷ অভিনেতা অমিতাভ আমার পছন্দের না হলেও উপস্থাপক অমিতাভ অনবদ্য৷ তবে আমার প্রধান আপত্তি ছিলো যে কেউ চাইলে প্রশ্ন শুনে উত্তর না দিয়ে জেতা টাকা নিয়ে চলে যেতে পারে৷ বললাম- এ কেমন নিয়ম? প্রশ্ন শুনলে উত্তর দিতে হবে৷ অথবা প্রশ্ন না শুনে চলে যেতে পারে৷ কিন্তু প্রশ্ন শুনে না পারলে চলে যাবে এ আবার কি?
আব্বা বললেন- নিয়ম তো এ রকমই৷
বিরক্ত হয়ে বললাম- ধূর!
যাকগে, কোন বনেগা ক্রোরপতি শেষ হয়েছে অনেক আগে৷ পরে জেনেছি এ ধরণের অনুষ্ঠান পৃথিবীর অনেক দেশে আরো আগে থেকে চলে আসছে৷ প্রথম এরকম জনপ্রিয় শো শুরু হয়েছিলো ৯৮ সালে ইংল্যাণ্ডে৷ মজার ব্যাপার হলো তারও আগে সেই ১৯৫০ সালেই এরকম একটা অনুষ্ঠান হতো $64000 Question নামে৷ কিন্তু বাংলাদেশে এরকম অনুষ্ঠানের আয়োজন হয়নি৷
আশার কথা হলো, এখন বাংলাদেশেও এমন অনুষ্ঠান শুরু হয়েছে৷ দেশ টিভিতে আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় ১০ জুলাই ২০১১ থেকে শুরু হয়েছে “কে হতে চায় কোটিপতি”৷ ১৫টা প্রশ্নের উত্তর দিতে পারলে সত্যি সত্যি কোটি টাকা৷
কে হতে চায় কোটিপতির প্রথম দিনের অনুষ্ঠান মিস করে গেছি, কারণ মনে ছিলো না৷ কালকে আব্বাকে দেখতে দেখে বসে গেলাম৷ আশ্চর্য, সেট ডিজাইন থেকে শুরু করে অনুষ্ঠানের প্রত্যেকটা অংশ কৌন বনেগা ক্রোরপতির হুবহু কপি (কৌন বনেগা ক্রোরপতি ইংল্যাণ্ড বা আমেরিকা ভার্সনের হুবহু কপি কিনা জানি না, আমি ওগুলা দেখিনি)৷ প্রথমেই খটকা লেগে গেলো; কেনো, একটু অন্যরকম কি করা যেতো না?
আমি নিশ্চিত, এ খটকা আরো অনেকের মনে৷ তবে খটকা লাগলেও আসলে তেমন কিছু আসে যায় না৷ এ ধরণের বানিজ্যিক অনুষ্ঠানে ক্রিয়েটিভিটিটা মুখ্য না, ব্যবসাটাই মুখ্য৷ আর সে ব্যবসা যে খুব হবে তা নিশ্চিত৷ ব্যবসা করবে রবি, ফোন কল আর এসএমএস এর মাধ্যমে (মজার ব্যপার হচ্ছে কে হতে চায় কোটিপতিতে রেজিস্ট্রেশন করতে কল চার্জ প্রতি মিনিটে ৬ টাকা)৷ ব্যবসা করবে দেশ টিভি এবং সংশ্লিষ্ট অন্য সবাই৷
আর আমরা সবাই অবশ্যই অনুষ্ঠানে যোগ দিয়ে কোটিপতি হতে চাইবো৷ বাস্তবে আমাদের অবস্থা যাই হোক না কেনো আমাদের মনটা যে কোটিপতি৷ কোটিপতি হবার ইচ্ছা আমাদের সবার৷
5 Responses to কোটিপতি মন
You must be logged in to post a comment Login
:rose:
?
:rose: %%- :-bd
হ্যা আমি দেখছি অনুষ্টানটি। প্রাথমিক প্রশ্নগুলোকে মনে হচ্ছিল ছেলেখেলা।আর এখানে টাকাটাই যে মানুষের মুখ্য ব্যাপার তাই আটকে গেলেই টাকা নিয়ে চলে যাচ্ছে।বাণিজ্য ইজ এবরিহোয়ার তা ঠিক।
ইউটিউবে আসলে লিংকটি কি একটু দিবেন?