কোটিপতি মন
৯১ বা ৯২ সালের দিকে বিটিভিতে পারফেক্ট স্ট্রেঞ্জার নামে একটা ইংরেজী কমেডি সিরিয়াল হতো৷ ল্যারি আর বাল্কির উদ্ভট কাণ্ডকারখানার জন্য সিরিয়ালটা জনপ্রিয় ছিলো৷ একটা পর্বের কথা আমার এখনো কিছুটা মনে পড়ে, বাল্কি-ল্যারি একটা টিভি শোতে অংশ নিতে গেছে, যে শোতে কিছু প্রশ্নের উত্তর দিতে পারলে প্রচুর টাকা পুরস্কার পাওয়া যাবে৷ সবচেয়ে বড় পুরস্কার ছিলো বিশ্বভ্রমণ৷ অনুষ্ঠানের নিয়ম ছিলো একটা প্রশ্ন করার পর ৩০ সেকেণ্ড সময়ের মধ্যে উত্তর দিতে হবে৷ উত্তর ঠিক হলে মোটা টাকা পুরস্কার৷ পরের প্রশ্নের উত্তর দিতে পারলে আগের বারের দ্বিগুন টাকা পুরস্কার৷ এভাবেই পুরস্কারের অংক বাড়তে বাড়তে শেষ প্রশ্নের উত্তর দিতে পারলে একেবারে বিনা খরচায় বিশ্বভ্রমণ৷
অনুষ্টানের একটা গুরুত্বপূর্ণ নিয়ম ছিলো যে একটা প্রশ্ন শোনার পর উত্তর দিতেই হবে৷ প্রশ্ন শোনার পর পারি না বলে চলে গেলে আগে জেতা টাকার কিছুই পাওয়া যাবে না৷ তবে কিছু টাকা জেতার পর নতুন প্রশ্ন না শুনে আগের জেতা টাকা নিয়ে চলে যাওয়া যায়৷
এর অনেক দিন পর ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসে শুরু হলো- কৌন বনেগা ক্রোরপতি৷ পারফেক্ট স্ট্রেঞ্জারের ঐ পর্বের মতো কৌন বনেগা ক্রোরপতি অনুষ্ঠানে মাত্র পনেরোটা প্রশ্নের উত্তর দিতে পারলে কোটি টাকা৷ অমিতাভ বচ্চনের উপস্থাপনায় অনুষ্ঠানটা এতো জনপ্রিয় হলো যে শুনেছি ঐ অনুষ্ঠান চলাকালে ভারতের রাস্তাঘাট ফাঁকা হয়ে যেতো৷ আমার আব্বা অনুষ্ঠানের সময় এমনভাবে টিভির সামনে বসতো যে তাকে হাতি দিয়ে টেনেও সরানো যেতো না (তবে সত্যিকথা হচ্ছে আমরা কখনো তাকে হাতি দিয়ে সরানোর চেষ্টা করিনি৷ কেউ যদি কখনো কোনো কারণে চ্যানেল চেঞ্জ করার কথা বলতো তাকে ঝারি শুনে লাল হয়ে যেতে হতো৷)৷ আব্বার সাথে সাথে আমিও মাঝে মাঝে অনুষ্ঠানটা দেখেছি৷ অভিনেতা অমিতাভ আমার পছন্দের না হলেও উপস্থাপক অমিতাভ অনবদ্য৷ তবে আমার প্রধান আপত্তি ছিলো যে কেউ চাইলে প্রশ্ন শুনে উত্তর না দিয়ে জেতা টাকা নিয়ে চলে যেতে পারে৷ বললাম- এ কেমন নিয়ম? প্রশ্ন শুনলে উত্তর দিতে হবে৷ অথবা প্রশ্ন না শুনে চলে যেতে পারে৷ কিন্তু প্রশ্ন শুনে না পারলে চলে যাবে এ আবার কি?
আব্বা বললেন- নিয়ম তো এ রকমই৷
বিরক্ত হয়ে বললাম- ধূর!
যাকগে, কোন বনেগা ক্রোরপতি শেষ হয়েছে অনেক আগে৷ পরে জেনেছি এ ধরণের অনুষ্ঠান পৃথিবীর অনেক দেশে আরো আগে থেকে চলে আসছে৷ প্রথম এরকম জনপ্রিয় শো শুরু হয়েছিলো ৯৮ সালে ইংল্যাণ্ডে৷ মজার ব্যাপার হলো তারও আগে সেই ১৯৫০ সালেই এরকম একটা অনুষ্ঠান হতো $64000 Question নামে৷ কিন্তু বাংলাদেশে এরকম অনুষ্ঠানের আয়োজন হয়নি৷
আশার কথা হলো, এখন বাংলাদেশেও এমন অনুষ্ঠান শুরু হয়েছে৷ দেশ টিভিতে আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় ১০ জুলাই ২০১১ থেকে শুরু হয়েছে “কে হতে চায় কোটিপতি”৷ ১৫টা প্রশ্নের উত্তর দিতে পারলে সত্যি সত্যি কোটি টাকা৷
কে হতে চায় কোটিপতির প্রথম দিনের অনুষ্ঠান মিস করে গেছি, কারণ মনে ছিলো না৷ কালকে আব্বাকে দেখতে দেখে বসে গেলাম৷ আশ্চর্য, সেট ডিজাইন থেকে শুরু করে অনুষ্ঠানের প্রত্যেকটা অংশ কৌন বনেগা ক্রোরপতির হুবহু কপি (কৌন বনেগা ক্রোরপতি ইংল্যাণ্ড বা আমেরিকা ভার্সনের হুবহু কপি কিনা জানি না, আমি ওগুলা দেখিনি)৷ প্রথমেই খটকা লেগে গেলো; কেনো, একটু অন্যরকম কি করা যেতো না?
আমি নিশ্চিত, এ খটকা আরো অনেকের মনে৷ তবে খটকা লাগলেও আসলে তেমন কিছু আসে যায় না৷ এ ধরণের বানিজ্যিক অনুষ্ঠানে ক্রিয়েটিভিটিটা মুখ্য না, ব্যবসাটাই মুখ্য৷ আর সে ব্যবসা যে খুব হবে তা নিশ্চিত৷ ব্যবসা করবে রবি, ফোন কল আর এসএমএস এর মাধ্যমে (মজার ব্যপার হচ্ছে কে হতে চায় কোটিপতিতে রেজিস্ট্রেশন করতে কল চার্জ প্রতি মিনিটে ৬ টাকা)৷ ব্যবসা করবে দেশ টিভি এবং সংশ্লিষ্ট অন্য সবাই৷
আর আমরা সবাই অবশ্যই অনুষ্ঠানে যোগ দিয়ে কোটিপতি হতে চাইবো৷ বাস্তবে আমাদের অবস্থা যাই হোক না কেনো আমাদের মনটা যে কোটিপতি৷ কোটিপতি হবার ইচ্ছা আমাদের সবার৷
5 Responses to কোটিপতি মন
You must be logged in to post a comment Login