চঞ্চল ঝর্ণা
ঝরে ওই চঞ্চল ঝর্ণা
পাহাড়ি কন্যা
যেন পাহাড়ি কন্যা
ছুটে চলে সকাল দুপুর।।
রংধনু শাড়ি পরে
মাথায় মেঘের ঘোমটা
কাল কোকিলের
কণ্ঠে তুলেছে নৃত্যের সুর।।
মহুয়ার আতর মেখে
ফাগুনের আবিরে সেজে
কঙ্কর নূপুর
বেধে নাচে
ঝুমুর ঝুমুর।।
(আমার দস্যি ছোট মেয়েকে ঘুম পাড়ানোর জন্য তার মাকে লিখে দেয়া ঘুমের গান। ঘুম পাড়ানোর জন্য তাকে এক গান এক নাগারে বেশি দিন গাওয়া যেত না। নিত্য নতুন এতো গান তার মা কোথায় পাবে, তাই একটু চেষ্টা করেছিলাম। বড় মেয়ে সুর করেছিল এতে। এগুলো কোন ভাবে রেকর্ড করা হয়নি বলে গানের সুর মিশিয়ে শোনাতে পারছি না, তবে এক এক করে কয়েকটা এমনি করে লিখে আপনাদের দরবারে তুলে দেব। ইচ্ছে করলে আপনারা নিজেরা চেষ্টা করে দেখতে পারেন আমার কোন আপত্তি নেই)
12 Responses to চঞ্চল ঝর্ণা
You must be logged in to post a comment Login
খুব সুন্দর
জেনে প্রীত হলাম। ধন্যবাদ।
সুন্দর !
আপনাকেও ধন্যবাদ।
অনেক সুন্দর।
সবাইকে ধন্যবাদ।
বাহ দারুন :rose: :rose:
ভাল লাগল। আপনার জন্যেও লাল গোলাপ ব্র্যান্ডের ধন্যবাদ। :rose: :rose:
ভালো।
:rose:
:rose: ব্র্যান্ডের %%-
ছোট মেয়ে কঠিন শব্দ বোঝে?
তার শব্দ বোঝার প্রয়োজন ছিল না। তার শুধু সুর হলেই হতো। এখন অবশ্য তাকে আর গান গেয়ে ঘুম পারাতে হয় না। সেই এখন আমাদের ঘুম পারাতে পারে। তার বিশ্ববিদ্যালয়ের পাট প্রায় শেষের পথে। তবে যে মেয়ে গাইত সে এই শব্দ গুলি না বুঝলেও তার বাবার লেখা বলে সঠিক উচ্চারনেই গাইতে পারত।
:rose: ব্র্যান্ডের ধন্যবাদ।