চৈত্র সংক্রান্তির রাত

বছর জুড়ে তাবর দাব দাহ
যত গ্লানি, প্রদাহ!
স্বপ্নের বেলুন উড়তে উড়তে
কতগুলো যে চুপসে গেছে?
তবও স্বপ্ন বেলুন উড়ে,
আশা জাগানিয়া ভরসার ছবি আঁকে।
রৌদ্র পোড়া ঝলমোলানো দিন শেষে
নামবে যখন সংক্রান্তির পূর্ভা রজনী
স্মৃতির আদলে ঠাসা,
যত সামান্য নন্দন বিরহ
যেন কবিতার কাঞ্চনজঙ্ঘা;
জোনাক আলোয় ভাসবে
ভুতুরে উঠানে কপোত কপোতির না পাওয়ার
বিলাসী ঠোঁট চুম্বনে,
মহারথী জোছনা ছড়াবে বিভাস।
এমনি যাতনা সব মর্ছ্বা যাবে নীলিমার নীলে
নতুন আশা, আর ভালোবাসায় বেঁধে বুক
চন্দনার ডানায় সওয়ার হয়ে ঘুরব না হয়!
মোদের সবুজ সোনার দেশ।
==১৪২২/৩০, চৈত্র/বসন্তকাল।
You must be logged in to post a comment Login