জানুয়ারী-২০১১

সবার জন্য নতুন বছরের প্রাণ ঢালা শুভেচ্ছা।
সবার জীবন এমনি করে ফুলে ফুলে ভরে উঠুক এই শুভ কামনা।
বছরের পর বছর ঘুরে নতুন বছর আসে
পৃথীবিকে সাজিয়ে নতুন রঙ্গে, নতুন সুবাসে।
ফেলে আসা স্মৃতি পিছু টানে মায়ার বাধনে
তবু সে বাধন ছিড়ে আসে যুগের আহবানে।
অতীতে রোপিত বাসনা বৃক্ষ সাজিয়ে ফুলে ফুলে
এসো হে নবীন বর্ষ চঞ্চল ছন্দে দুলে।
রক্তিম সুর্যের সাথে বরণ গীত গেয়ে
বসে আছি মালা হাতে পথ পানে চেয়ে।
তোমার পরশে আশালতা ভরে ফুটবে নতুন মঞ্জরী
এসো হে দুই হাজার এগার সালের পহেলা জানুয়ারী।
4 Responses to জানুয়ারী-২০১১
You must be logged in to post a comment Login