পারি না
আমি কোনদিন হঠাৎ শুরু করে
তার শেষ করতে পারি না,
কোনভাবেই পারি না।
বসন্তের বিকেলে হলদে রঙ্গা
একঝাঁক রুপসীর ডানা ঝাপটানো শব্দে
আমি অবাক হলে, সেটা থামাতে পারি না।
বাড়ির পাশে কলাপাতায়
ঝলকানো রোদ- ঝলসে দিলে,
পুকুরে ডাহুকের ডাক শুনে
কখনো চমকে গেলে-
পারিনা, সত্যি
আমি আগের মতো হতে পারিনা।
মাথায় চেপেচুপে ভালোবাসার শপথ নিয়ে
নিয়ত পরীক্ষার পাতায়
দু’একটা ব্যাকরণ-আর সন্ধি বিচ্ছেদ লিখে
তোমার কপালে থমকে ধরে রাখি
আমার অশক্ত হাত, লিখতে পারিনা।
প্রথম দেখার পর
তোমার ছায়ার পাশাপাশি
দু’পা বাড়িয়েছি পথ না চিনেই
কখনো কষ্ট, কখনো অভিমানের জ্বালা-
তবু, আমি থামতে পারি না।
চুপিচুপি একদিন গাল টেনে
তোমার আঁচলের ফাঁকে আলো হয়ে
সেই বলেছি, আজো না থেমেই বলছি-
ভালোবাসি, একটানা।
6 Responses to পারি না
You must be logged in to post a comment Login
ভালো হয়েছে । তবে এই লাইনে কি বিকেলে হবে =বসন্তের মিকেলে হলদে রঙ্গা
খেয়াল রেখো ।
সরল-সুন্দর কথামালার সাথে চট করেই ভাব করে নেয় মন।
ধন্যবাদ কবি।
…..
শুভ কামনা।
চমৎকার একটা রোমান্টিক কবিতা। কিছু বিব্রতকর শব্দ –
মিকেলে (বিকেলে), এক্টা (একটা), শায়ার (ছায়ার)।
আপনার কবিতা পড়ে মনে হলো আপনি কবিতার নিয়ম কানুনে তেমন সিদ্ধ নন।অনুভুতি দিয়ে লিখেন তাই কবিতাটার কোথাও জট বা জড় হয়নি ভুল ভাল হয়েছে কি না ঠিক ঠাক বলতে পারিনা।তবে এটা মনে হচ্ছে চর্চায় আপনি মাত করবেন।আপনার লেখা জনগনের মুখে ফিরবে। পাঠক হিসাবে আমার তাই মনে হলো।তাই বলে ভাববেন না আমি খুব বড় বোদ্ধা।:D.
শৈলীতে স্বাগতম আর শুভকামনা।
কবিতা নিজের মত করে লিখতেই ভালোবাসি। নিয়ম ধরে নয়। মনে মনে স্বপ্ন দেখি, অনিয়ম গুলো নিয়ম হবে একদিন। তবে ভুল গুলো শুধরানোর চেষ্টা করা হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভুল গুলো শুধরানোর চেষ্টা করা হলো। সবাইকে ধন্যবাদ।