প্রবঞ্চনা
কাননের ফুল তুমি আমার
সেই কাননের ফুলে
ভূমর হয়ে বাসা বেধেছি বহুবার
যে ফুলে যখন বসেছি,সে বলেছে
আমি সারা জীবন তোমার ।
শুনেছি তারও অজান্তে,দেখেছি একবার
যত ভ্রমর গেছে,একই মিথ্যা বলেছে বহুবার
আমরা ও আমার স্বপ্নের বাঁধা,মমতা মাখা
কষ্টে গড়া ভালোবাসার পাহাড় ।
3 Responses to প্রবঞ্চনা
You must be logged in to post a comment Login