বিবর্ণ- বিপন্ন বোধ
নির্বাসিত জ্ঞাণের শূন্যতায় হাহাকার ওঠে। রঙহীন স্বপ্নের বুদবুদ উড়ে যায়-দূরে যায়-বিলীন হয়। বোধের জমিনে খড়া- শুকনো ধানের তুষ, শুকনো ঘাসের শরীর। একটি পাতি ইঁদুর উঁকি দেয়, একটি চিল- মাছের চোখ ফেলে উড়ে যায়, একটি বাইসন ক্ষুধা তৃষ্ণায় মরে যায়-পচে যায়-গলে যায়। একটি ধানের চারা পাতা মেলার আগেই ইঁদুর তাকে ছিঁড়ে খায়-গিলে খায়।
শূন্যতার হাহাকার ওঠে-অলীক স্বপ্নের তৃষ্ণা বাড়ে। বোধের জমিনে কেবল খড়ার ফাঁটল। কোথাও কোনো রঙ নেই-রূপ নেই-গন্ধ নেই। অস্তিত্বে আছে শুধু বুড়িয়ে যাওয়া বিবর্ণ- বিপন্ন বোধ।
6 Responses to বিবর্ণ- বিপন্ন বোধ
You must be logged in to post a comment Login
গদ্যকাব্য ভালো লাগল । :rose:
:-)
জীবনানন্দ জীবনানন্দ ভাব , ভীষণ ভালো লাগলো
জীবনানন্দ ভাব কাটানোর চেষ্টা করতাছি,ভাবলাম এইটা বুঝি একটু ভিন্ন হইছে–কিন্তু আপনি ইহা কি বলিলেন। আমার চেষ্টা তবে বুঝি মাঠে মারা গেলো… :((
বাহবা দিলাম।
:-bd
ধন্যিবাদ