বৃষ্টির শহরে ভালবাসার অভাব
আমাদের শহরে গত কয়েকদিন থেকে
বৃষ্টিরা তুমুল আনন্দ-উল্লাস করছে।
বলা নেই কওয়া নেই ঝরঝর শব্দে
আকাশ প্রসব করছে তার যন্ত্রণা।
সেদিন পারমিতাদের বাড়ির তিন তলা ছাদে
বৃষ্টিরা এসেছিল ঝরঝর শব্দে,
বৃষ্টির ছুঁয়া লেগেছিল তার আবেগী শরীরে।
বৃষ্টি আর পারমিতার ছলাৎ ছলাৎ ছন্দে
সে বেলা অভিমানে গেছে মোর।
আমার বৃষ্টি স্নাত বিকেল কেটেছে
পারমিতাদের বাড়ির ছাদ লক্ষ্য করে
মনের গভীরে অ-নে-ক দিন থেকে
উঁকি দেওয়া আবেগ। সেদিন-
লুটিয়ে পড়লো বৃষ্টির শহরে।
বৃষ্টি আর পারমিতার রিনঝিন ছন্দে
ভালবাসতে ইচ্ছে হয় খুব।
হাতে হাত রেখে বৃষ্টির শহরে
হারিয়ে যেতে মন চায়।
কিন্তু হায়-
বৃষ্টির শহরে ভালবাসার যে অভাব।
14 Responses to বৃষ্টির শহরে ভালবাসার অভাব
You must be logged in to post a comment Login