বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ

বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ ,
মানুষ হত্যায় কি সে মুক্তি? পৃথিবী জুড়ে প্রত্যহ মানুষ হত্যার খেলা
অথচ এই পৃথিবী এই মানুষের জন্য,তাহলে কেন এই অনর্থক রক্ত বন্যা
মানুষ মানুষের জন্য রক্তপাত কলঙ্ক।
রক্ত নেশায় পশুরা হত্যাযজ্ঞে মাতে
কারন তারা বোধ হীন প্রাণী,তাদের এ হত্যা সহসা ক্ষুধার জন্য
কিন্তু আমরা মানুষ প্রাণীকূলের শ্রেষ্ঠ জীব,বার বার কেন আদিমতায় ফিরে যাই?
শুধু মানুষরাই পারে হত্যাযজ্ঞে জীবন হরণ।
কিসের জন্য এই আদিমতা ?
না কি মৌলিক অধিকারের অপূর্ণতা?রক্তপাতে মানুষের সবুজ জীবন হরণ
কি সে নেশা বধিবে চেতনা মূলে?অপার সম্ভবনার জীবন অকালে ঝরে যায়
বিকাশমান পৃথিবীর বিকাশিত সম্ভ্রম লুট হয়।
১৪২০@১০ আশ্বিন, শরৎকাল।
One Response to বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ
You must be logged in to post a comment Login