মানবতার জন্য প্রার্থনা

মানবতার জন্য প্রার্থনা
— জসিম উদ্দিন জয় —
আল্লাহ তুমি মহান সর্বশক্তিমান,
তোমার হাতেই রয়েছে সৃষ্টির বিধান,
তোমার কাছে চাই মানবতার সমাধান।
হে আল্লাহ বিচার কর অত্যাচারিদের
নিষ্পাপ আত্মার মানুষ হত্যাকারিদের
আধিপত্তর বিস্তার আর ক্ষমতার লড়াই,
নিরিহ নিধন করে করছে শক্তির বড়াই।
আল্লাহ্ তুমি, পরম দয়ালু আর রাহমান,
তোমার হাতেই পৃথিবীর গতি বহমান,
তোমার কাছে চাই শান্তি আর সম্মান।
হে আল্লাহ রক্ষাকর ভাগ্যহত নির্যাতিত রহিঙ্গা যত
এই পৃথিবীর সৃষ্টিযত জানি সবই তোমার অনুগত
তুমি জাগ্রত করো বিশ^ বিবেক, হও সহায়,
মানবতা আজ ক্ষমতার কাছে, বড় অসহায়।
আল্লাহ তুমি, আর রাহীম পরম করুনাময়
তোমার হাতেই সৃষ্টির ভাগ্য লিখা হয়,
তোমার কাছে চাই পরকালের জান্নাতময়।
হে আল্লাহ পাশে দাড়াঁও যারা জনম দুঃখী
সাহায্যের হাত বাড়াও কর তাদের সুখী
সকল মঙ্গলের সকল তারিফ তোমার,
তুমি পারো, তুমিই আল্লাহ হুআকবার ।
আল্লাহ তুমি, মহান কল্যাণদাতা আলবার
তোমার হাতেই শক্তি আর তরবার
তোমার কাছে চাই মুক্তি মানবতার ।
You must be logged in to post a comment Login