শৈলী ফাউন্ডেশন: মানবতার পাশে শৈলী
সুপ্রিয় শৈলার,
শৈলী টিম মানবতার পাশে দাড়ানোর লক্ষ্যে কিছু উদ্যোগ হাতে নিয়েছে। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে দু:স্থ, পক্ষাঘাতগ্রস্থ, হতদরিদ্র, কিন্তু মেধাবী কিশোর-কিশোরী বা উঠতি বয়সীদের পাশে দাড়াতে ইচ্ছুক। এজন্য সম্মানিত শৈলারদের আন্তরিক সাহায্য আমাদের কাম্য। আমরা এমন লোকদের সম্বন্ধে জানতে পারলে আমরা বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায়্যে অর্থ সহায়তা বা প্রয়োজনীয় ইক্যুয়পমেন্ট দিয়ে সক্রিয়ভাবে পাশে দাড়াতে আগ্রহী। আপনারা স্থানীয়ভাবে এরকম কোন দু:স্থ, পক্ষাঘাতগ্রস্থ, হতদরিদ্র, কিন্তু মেধাবী কিশোর-কিশোরী বা উঠতি বয়সীদের সান্নিধ্যে আসলে বিষয়টি আমাদের গোচরে নিয়ে আসতে ভুলবেন না দয়া করে।
একটি সুন্দর সাহিত্য আকাশের স্বপ্ন দেখি আমরা। আর সেটা হোক মানবতার পাশে থেকেই।
আড্ডা হোক শুদ্ধতায়, শিল্প আর সাহিত্যে।
– শৈলী ফাউন্ডেশন
(শৈলী টিমের একটি অঙ্গপ্রতিষ্ঠান)
আমাদের অর্জন:
১. আপনার এতটুকু সাহায্য লতিফকে দিতে পারে নতুন জীবন, সাথে বেঁচে যাবে একটি পরিবারও
৩. সাভার দূর্ঘটনায় আহতের জন্য প্রবাসী বন্ধুদের কাছে অন্তত $৫, $১০ করে অর্থ সাহায্যের আবেদন জানাচ্ছি