মা
চিৎকারে বুক জুড়ে, বুকের মাঝে লেপ্টে দিলি
মা, আমি এসেছি।
বুকের গভীরে মায়ার আঁচলে রাখলি মাথা,
মিটিমিটি চেয়ে অবুঝ চোখে
খাঁমচে আঁচরে রঙ মশালের মাটিতে রাখলি পা
কেউ বুঝলো না, ক্ষতি কি-তোর অভয়।
টিপটিপ জল চুঁইয়ে পড়া ঘর আমার
তোর রাঙ্গা মুখে আলোয় এলো নতুন সকাল
মুখ ফুটে কি বলা লাগে, কোনদিন-
কেমন করে বাসলি ভালো আমার সোঁদা শরীর।
তোর হাঁটি হাঁটি পা, জোড়ানো বোল
বুকের গভীরে অজানা সুখে সেকি চিৎকার, কেউ বোঝে না
তবু তুই ফেললি প্রথম পা, সবার আগে-
আমার পূর্ণতায়, মুখচোরা তুই বললি হেসে
মাগো আমি এসেছি।
তোর আধহাত, কোমল হলদে রঙ্গা
আলতো ছোঁয়া, ভাবতে পারিনি ভুল করেও
দিলি কতখানি, থাক গোপন- তবু ভয় পাই
আমার স্বপ্নে যেন না লাগে আচঁড়
ভুল করেও, ভাবতে পারি না,
ভাষাহীন, তুই আবার ডাকিস-
মাগো বুকের মাঝে রাখিস।
5 Responses to মা
You must be logged in to post a comment Login
বেশ ভাল লিখেছো । শুভকামনা রইল ।
মা নিয়ে লেখা কবিতা আবেগের মাত্রা বাড়ায়। তাই কবিতাটিও ভাল লাগল। আরেকটু মনযোগ দিলে নিঃসন্দেহে পোক্ত হত বৈকি।
পৃথিবীর সবচেয়ে পবিত্র টান নিবিড় যে অনুভূতি তা বোধ হয় মা সন্তানের ! মা শিরোনাম পড়তেই আবেগতাড়িত হয়েছি , কৃতজ্ঞতা কবিকে । আমার কাছে চিত্র উপমায় চমত্কার মনে হয়েছে তার সাথে এইটুকু বলবো পাঠ সুন্দের দাবীতে শব্দদের আরো স্বাধীনতা দেওয়া যেতো বোধ হয় ।এমন নিটোল ভাবণা যদি পালা যায় বুকের ভিতরে তবে বিশ্বাস আছে আরো ভালো হবে আপনার কবিতা । দোয়া করছি
অনেক ধন্যবাদ