শব্দেরা বোবা হয়ে গেলে
শব্দেরা বোবা হয়ে গেলে খোঁজ করি সুবোধ্য ইশারাভাষার, পকেটের দীনতা বুঝেই তুমি মঞ্চে আসো না আর; কতশত শ্রম পণ্ড হয় সব। দয়ার দুয়ার বন্ধ দেখে হারাই রাতকানা হাতের আদব, মহাজাগতিক সুরে ভোর হলে ঘোলের স্বাদ দুধে মেটায় আশা, নাকি দুধের স্বাদ ঘোলের তরলে ভাসা; একাত্মপাঠ নিতে বুঁদ হলে নড়ে ওঠে মনের বাড়ি, বাঙ্ময় পৃথিবীর তাবৎ ভাষা ভুলে প্রকৃতিমাত্রার যাত্রা আহামরি : অনুভূতির ভাষা নেই কোনো—আকার নেই—অনুভবই ভাষাবর্ণের প্রশ্রয়; আকার আকার খেলায় পুতুলের বিয়ে নিয়ে মাতেন মহাশয়। অথচ ধ্যানমগ্নতায় সব নিরাকার, অথবা বলতে পারো— মুহূর্তমন্থনে তুমি আমি ধনেজ্ঞানে অবশ্যই একাকার। তবু কেন আকাশে খোঁজ করি সুবোধ্য ইশারাভাষার?
2 Responses to শব্দেরা বোবা হয়ে গেলে
You must be logged in to post a comment Login