শৈলী অনলাইন আড্ডা – ১

শৈলী “অনলাইন আড্ডা” নামে নতুন একটি বিভাগ শুরু করছে। শৈলী অনলাইন আড্ডায় সমকালীন কোন বিষয় নিয়ে সকল সম্মানিত শৈলার এবং সুপ্রিয় পাঠকদের সাথে মত বিনিময় করা হবে। অনলাইন বৈঠকে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। শর্তস্বরূপ বাংলা ভাষায় লেখা প্রতিক্রিয়াই শুধু গ্রহণ করা হবে। সকল শৈলার মন্তব্যের ফাঁকা ঘর-এ বিজয়/অভ্র পদ্ধতিতে লিখে পোস্ট করতে পারেন। এবং অ-শৈলার-রা shoilyblog@gmail.com -এ ই-মেইলের মারফতে লেখা পাঠাতে পারবেন।
এখানে মন্তব্যগুলি নিচ থেকে উপরের দিকে সাজানো হয়েছে। অর্থাৎ নতুন প্রতিক্রিয়াগুলো উপরে থাকবে। প্রতিটি আড্ডায় অংশগ্রহনকারীদের নাম সংশ্লিষ্ট পোস্টে পরবর্তীতে অর্ন্তভুক্ত করা হবে।
এবারের বিষয়:
রবীন্দ্র এবং নজরুল-পরবর্তী বাংলা সাহিত্য বিশ্বদরবারে উল্রেখযোগ্য স্থান করতে না পারার কারন হিসেবে আপনি কি মনে করেন?
শৈলী বাহকের শেষ দেখা পর্যন্ত এই আড্ডায় অংশগ্রহন করেছেন:
১. জুলিয়ান সিদ্দিকী
২. শৈবাল
৩. মুরাদুল ইসলাম
৪. নীল নক্ষত্র
8 Responses to শৈলী অনলাইন আড্ডা – ১
You must be logged in to post a comment Login