হৃদয়ের এপিঠ ওপিঠ
আমি ভালোবাসার যোদ্ধা নাই বোদ্ধা মনে অনেক সংশয় কাটিয়ে উঠতেও দ্বিধা- আহা !! আমি জয় করতে পারবো তো ?
-না কি বিরহে আমাকে নিয়ে লোফালুফি করবে কষ্টের বালুচরে?
শেষে মনকে দিলেম ছুটিয়ে, যাকে ভালোবেসে হৃদয় দিয়েছি রাঙ্গিয়ে তার কাছেই…………….
আমার মনটা তাকে পাইন বনের ধারে বসে থাকতে দেখে থমকে দাঁড়ালো ওর স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে, হাতটি ধরে বললো; আজ তোমাকে কিছু কথা বলবো ঠিক ঠিক উত্তর দেবে তো ও বললো হ্যা।
আমি আশ্বস্ত হলাম তারপর দুরের পাতাঝড়া পথের দিকে তাকিয়ে বললাম;
– তুমি ভালবাসতে জানো ?
ওর মনের ভেতর থেকে শব্দ বেড়িয়ে এসে ঠোঁটের ফাক পেড়িয়ে বললো হ্যা জানি
-কতটুকু ভালোবাসতে জানো তুমি?
চোখ দুটো আকাশে মেলে, বললো; অনেক খানি; যা বলে বোঝানো যাবেনা; পরিধি এতো বড়ো যে, সেখানে সব উপমায় ই হয়তো বিফল
– যাকে ভালবাস সে তোমার হৃদয়ের কতখানি জুড়ে আছে ?
হাতখানা তার কপোল ছুয়ে বললো; সে, আছে হৃদয়ের পুরোটা জুড়ে এক বিন্দুও জায়গা নেই বাকি; হয়তো পুরো হৃদয়টাই হয়ে গেছে সে !!!
আমি তার হাতটি ধরে বললাম সে, কি তোমাকে ভালোবাসে?
হাতের ভাঁজ সোজা করে বললে হ্যাঁ; সে আমাকে অনেক ভালোবাসে, তার মতো করে আমাকে কেউ ভালবাসতে পারবেনা। তার ভালবাসা পৃথিবীর সব সুখকে ছাপিয়ে আমার মনের ঘরে এসে পৌছেছে।
-যাকে ভালবাস তাকে কি তুমি পাবে? যদি না পাও ! যদি সে অন্যাসক্তা হয়; তাহলে ?
এবার আমার চোখের দিকে তাকিয়ে মুখে বিষণ্নতার ভাব ফুটিয়ে বললো; -যাকে ভালবাসলাম তাকে পাবোনা তাই কি হয়!
তাকে পাবোই; আর যদি না পাই, তাহলে এ নিশ্বাস টুকু হাতের মুঠোয় বন্দি করে পৃথিবী ছাড়বো। আর যদি সে অন্যাসক্তা হয়; নাহ্ …….আমি ভাবতেই পারিনা; সে অন্যাসক্তা হতেই পারেনা; আর যদি হয় তাহলে তাকে ঘৃণা’র ঝুড়িতে ছুড়ে ফেলবো।
– ভালবাসার মানুষকে ঘৃনা করতে পারো তুমি?
– কেন পারবোনা; হৃদয়ের এপিঠ ভালবাসা ওপিঠ ঘৃণা থাকে যে;
আমি সব শুনে ওর চোখে তাকিয়ে আশ্বাসের সুরে বললাম; ভালবাসায় তুমি অন্ধ হয়ে আছো; এতো বিশ্বাস মনে তোমার; ভালবাসার জন্য তোমার এতো আকুতি !! আচ্ছা একটা কথা, নিজেকে কতখানি ভালবাসো তুমি?
সে এবার হেসে হেসে বললো তার পরিধি পাহাড়,সাগরকেও ছাড়িয়ে যাবে।
আর যদি দেখে তোমার মন তোমাকে ভালোবাসে না তাহলে কতখানি ঘৃণা করতে পারবে তাকে?
-সে কিছু বলতে পারলো না শুধু চেয়ে রইলো তারার মতো
আমি উঠে দাঁড়ালাম মনকে বললাম, তোর বোধহয় ছুটি হয়ে গেছে
____________________________________________________________
লেখাটা অনেক পুরোনো ২০০৯ সালে লেখা।
কবিতা লিখতে গিয়ে আমি গল্প লিখে ফেলি। লেখাটা যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম গল্পই লিখবো কিন্তু হঠাৎ মনে হলো নাহ !
26 Responses to হৃদয়ের এপিঠ ওপিঠ
You must be logged in to post a comment Login
ভালবাসার ওপিঠে ঘৃনা নয়, সেতো ভালবাসারই বিকল্প প্রকাশ। গল্প লেখার আপনার অপর পিঠে রয়েছে- কবি হৃদয়। মোহিত হলাম আপনার কথামালায়।
জানিনা হৃদয় আছে কি না
তবে আমি যে নই হৃদয়হীনা সেটা ভালো জানি
খুব ভালো লাগলো আপনার কথা
ভালো থাকুন
সুন্দর মুক্তগদ্য।
ধন্যবাদ পাশা ভাই চেষ্টা করি আর কি
আপনার কি খবর ভালো আছেন তো?
কারও কারও মুখ নিঃসৃত শব্দমালাও সুন্দর কথাশৈলী হয়ে যায়। আপনারটাও তাই। সেজন্য সাধুবাদ। :rose:
এই বর্ষায় গান গাই না
তোমায় মনে পড়বে বলে
কবিতা আবৃত্তি করবো না তোমার স্মৃতি তাড়িয়ে বেড়াবে বলে
কিছু লিখবো ও তাতে তুমি মিশে যাবে
শুধু শৈলারদের লেখা পড়বো @-)
ধন্যবাদ
রাজন্য কবি
কবিতা ন হয়ে গল্প হয়েছে তবুও ভালো হয়েছে। লেখককে ধন্যবাদ।
ধন্যবাদ
উপন্যাসিক
আপনার লেখা পড়ি প্রায়ই
সরল করে লিখেন
ভালোই লাগে
এত অল্পতে মনের ছুটি হয়ে গেরে হবে না বন্ধূ….বেশ ভাল লেগেছে
আমার ছুটি হয়না
আমি ছুটি পাই না
এতো সহজে ছুটি মেলেনা
ধন্যবাদ
সত্যি সুন্দর মুক্তগদ্য। :rose:
দেবনাথ দা
পুরোনো লিখা
বর্ষাতি কেমন কাটছে
উদাসমনে কেটে যাচ্ছে বর্ষা, কেন জানী কিছুই ভালো লাগছে না।
বর্ষায় হিমেল পরশে সুন্দর হোক আপনার দিন, সে কামনায়। :rose:
আমিও কোনরকম আছি
দিন কাটেনা
রবীন্দ্রার মতো
কিছুতে কেন যে মন বসেনা
এই বর্ষায় সেটা রবী বাবু ভালো বলতে পারতো
বেশ লেখা।
ধন্যবাদ
মেঘ
অন্যরকম লেখা। শুভ কামনা।
ধন্যবাদ
শামান দা
আপনার উপস্থিতি ভালো লাগলো
প্রথমে আপনার স্বভাবসুলভ লেখার মত লাগছিল কিছুটা পরিচিত।একেবেরে শেষে এসে চমক পেলাম।বেশ! ভালো লাগল।ভালো থাকুন আরো লিখুন।
:rose: :rose:
যাই হোক শেষে চমকাতে তো পারলাম
সেটাই ভালো
ভালো থাকবো কি, না জানিনা তবে আবার কবে লিখবো তা আপাতত বলতে পারছিনে।
ভালো থাকুন
:-bd :-bd %%- %%-
ধন্যবাদ কবি ভালো থাকুন
%%- :rose: :-bd সুন্দর কথামালা ভালো লাগলো।
ধন্যবাদ
এবং
স্বাগতম
ভালো থাকুন পোষ্ট দিন
মেঘ অদিতির কবিতা