সকাল রয়

অপেক্ষা ১২৩

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

অপেক্ষা -১

আমি অপেক্ষায় রইলাম দীর্ঘতা নিয়ে নয় আমার অপেক্ষা থাকলো আকাশের তারাদের মতো;
আমি হয়তো ফোটাতে পারিনি ফুল তবুও আমি সুগন্ধি নিয়ে বসে থাকবো হয়তো আমি কোন জলধারা নই তবুও আমি উত্তাল আনন্দ নিয়ে অপেক্ষা করে যাবো….

অপেক্ষা -২

তোমাকে বলাই হয়নি অপেক্ষা কোন ফুটন্ত ফুল নয় যে একসময় ঝরে যাবে
তোমাকে বলাই হয়নি অপেক্ষা কোন উত্তাল স্রোত নয় যে সেটা পথ পাল্টাবে

অপেক্ষা -৩

অপেক্ষা শুধু অপেক্ষা;
সেটা ক্ষনকাল হলেও যেমন আনন্দময় আবার দীর্ঘকাল হলেও তেমনি যন্ত্রনাকর

উৎসর্গ – মেঘঅদিতি

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


3 Responses to অপেক্ষা ১২৩

You must be logged in to post a comment Login