Ahsan

আমি সেই নদী

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page
আমি সেইনদী যার নাই কোন নাম
তোমাদের ভালবেসে দুকুল ভাসায়ে
বিলাই আমার শরতের পলি
ভূলেও কভূ দিওনাকো তার দাম
আমার ভালবাসা তোমাদের বিলায়ে
দুকুল ভীজায়ে নিজে করি স্নান,
সখা চাহে মোর পানে গভীর আধেঁ
শিশীরে তার মধূছোয়া তৃপ্তি ভরা বান।
ঘাট পাড়ে নিশিতে নিভায়ে অগ্নিজালা
আমাতে ভিজায়ে তোমার পদমালা
চাহ মোর সখাপানে আঁখী না বুজিয়া
মধূগানে ভরিবে গলা নিজে না জাচিয়া।
চোখে-চোখে কত কথা আঁখি না সরে
দূরে বসিয়া বুকেতে ঝীল-মিলিয়ে খেলা করে,
সখিরা যত ছড়ায়ে ছিটায়ে দেখে তারে অহ্নঙ্কারে
সেযে সবাকে বাসে ভাল আমারই মত করে।
বীহঙ্গকুলের মহালাপে তন্দ্রা ছুঁয়ে যায়
ছুঁয়ে-ছুঁয়ে যেন চুমে আঁখি, সখা মোরে কয়
রইব আমি তোমারই পাশে দূরে নয়
দখিবে আমায় যদি মনেচায় মেঘের ছায়ায়।

আমি সেইনদী যার নাই কোন নামতোমাদের ভালবেসে দুকুল ভাসায়ে বিলাই আমার শরতের পলিভূলেও কভূ দিওনাকো তার দাম
আমার ভালবাসা তোমাদের বিলায়েদুকুল ভীজায়ে নিজে করি স্নান,সখা চাহে মোর পানে গভীর আধেঁ শিশীরে তার মধূছোয়া তৃপ্তি ভরা বান।
ঘাট পাড়ে নিশিতে নিভায়ে অগ্নিজালাআমাতে ভিজায়ে তোমার পদমালাচাহ মোর সখাপানে আঁখী না বুজিয়ামধূগানে ভরিবে গলা নিজে না জাচিয়া।
চোখে-চোখে কত কথা আঁখি না সরেদূরে বসিয়া বুকেতে ঝীল-মিলিয়ে খেলা করে,সখিরা যত ছড়ায়ে ছিটায়ে দেখে তারে অহ্নঙ্কারেসেযে সবাকে বাসে ভাল আমারই মত করে।
বীহঙ্গকুলের মহালাপে তন্দ্রা ছুঁয়ে যায়ছুঁয়ে-ছুঁয়ে যেন চুমে আঁখি, সখা মোরে কয়রইব আমি তোমারই পাশে দূরে নয়দখিবে আমায় যদি মনেচায় মেঘের ছায়ায়।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login