তৌহিদ উল্লাহ শাকিল

ঈদের কথামালা

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

চারপাশে কত রঙের খেলা করে প্রভাত থেকে মধ্যরাত

একাকী আমি নিশ্চুপ,নিরবতার চাদরে ঘেরা  অভিশপ্ত গুহায়।

টিভি চ্যানেল গুলোয় ঈদের সম্প্রচার আর বিরক্তকর বিজ্ঞাপন

কারো ফোনালাপে কান্নার সুর মিলায় বাতাসে প্রবাল হাওয়ায়

ধুসর সাদা  মেঘমালা খেলা করে অম্বর ঘিরে আপন মনে

এখানে সেখানে ব্যাস্ততার আর উল্লাসের চিহ্ন , ঝলসানো আধ-খাওয়া

কাবাব,বিরায়ানী আর খুলে রাখা কোল্ড ড্রিঙ্কসের বোতল।

সব কেমন লাগে?কস্ট বুক ফেটে বেরুতে গিয়ে আটকে যায়

মাঝপথে। হৃদয়ে উঁকি দেয় স্বপ্নে ঘেরা অতীত ভালোবাসায়।

শুকনো চালের গুঁড়ির রুটি  , তাজা গরুর মাংসের লোভনীয় স্বাদ

কাবাব , ফ্রাইড চিকেন , নামকরা সব খাবার বিস্বাদে ভরপুর।

ঈদগাহের সৃতি , ভুলতেই বসেছি,আবারো কষ্ট বেরিয়ে আসতে চায়।

রক্তের গন্ধ মাদকতা সময়ের আস্তাকুড়ে তলিয়ে যায়

আমি বেঁচে থাকি কিছু স্বপ্ন কে করে লালন , তার কিছু

আমার , কিছু দায়িত্বের ,কিছু বেঁচে থাকার। আমার সুখ

কবর দিয়েছি কবে জানা নেই । ধুলোর ঝড়ে সেই মাটি উড়ে

গিয়ে বিলীন হয়েছে কোন দিগন্তের সীমানায়।জানতে ইচ্ছে হয়।

অপেক্ষার প্রহর দিনে দিনে ফুরায় কেরোসিন বিহীন কুপির

মৃদু আলোর ছায়ায়।রাত দিন সব সমান,ঈদ আর ঈদ বিহীন।

( সৌদি আরব ৬ই নভেম্বর রাত ৩টা।)

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to ঈদের কথামালা

You must be logged in to post a comment Login