আল মামুন খান

একটু সৌরভ বিলাবেন কি?

একটু সৌরভ বিলাবেন কি?
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আপনি তখনো মাননীয় হয়ে উঠেননি হে মাননীয়
আমরা তখন টগবগে যুবক
তীরের ফলার মত চকচকে ভয়ংকর!
উদ্যত ছিলার টানটান পিছু হটায় ব্যস্ত সবাই
প্রচন্ড বেগে সামনে আগাবো বলে।

ঐ সময় আপনার অগোছাল ঘর
ছড়ানো ছিটানো
তীরের ফলাগুলোও এক হতে পারছিল না
আপনি বিষম দায়ে বিবশ অনুভবে রিক্ত প্রায়
তখন আমরা-ই কিন্তু প্রচন্ড বেগে সামনে এগিয়েছিলাম আপনার জন্য
আপনাকে-ই আমরা ‘আমাদের’ ভেবেছিলাম।

কেবল আপনাকে ভালবাসার জন্য
সাংষ্কৃতিক বন্ধ্যাত্তের এক উন্মুক্ত প্রান্তরে
নিজেদেরকে আমরা গিলে ফেলতে দিলাম
আমাদেরকে গিলে নিলো প্রতিক্রিয়াশীলদের ভয়াল মুখবিবর!

আপনাকে ভালবাসা দেশকে ভালবাসার সামিল
এমন-ই মনে হত তখন!
কবি লেখক গায়ক নায়ক ভ্যাগাবন্ড সবই আমাদের মাঝে ছিল
কিন্তু যার যার হৃদয়ে কেবল আপনি-ই ছিলেন হে মাননীয়!

তাই যে যার মত উদ্যত ফলার চকচকে আভায় নিজেকে সাজালাম
মারলাম-মরলাম নি:শেষ হয়ে বেচে রইলাম।
আপনি মাননীয় হলেন কয়েকবার..
টগবগে যুবকেরা তখন ঠান্ডা মেরে গেছে
এতটা যে জং ধরেছে ওদের ভেতরের কলকব্জায়
নিরব নিস্ফলতায় ফলাগুলির চকচকে আভা
ম্লান হয়েছে ততোদিনে!

হৃদয় আর হৃদয়ের সৌরভ বিলিয়ে বিলিয়ে
যারা প্রথমবার আপনাকে মাননীয় বানিয়েছিল হে মাননীয়
সেই সব মধ্যবয়সী নিস্প্রভ ফলাদের কথা কি আপনার মনে আছে?
আজ আপনার কিছু-ই কি করণীয় নেই তাদের জন্য?
চাইবার থাকলে ও তারা কখনো চাইবে না কিছু
ভালবেসেছে যেহেতু ওরা আপনাকে।

সেদিন এমন একজন ম্লান ফলা
আক্ষেপ করছিলেন
বাসের ভীড়ে
পড়ন্ত বেলায়
সন্ধ্যা নামার এক বিষন্ন প্রহরে।
শুনছিলাম বলছিলেন তিনি-
‘উইকেন্ডে বাসায় ফেরার পথে
প্রচন্ড দুর্গন্ধে দমবন্ধ হয়ে আসে আজকাল!
নির্দিষ্ট জায়গাটিতে প্রচন্ড জ্যাম
এক দুর্বিষহ অবস্থা!’

কোনাবাড়ি থেকে চান্দোরা যেতে
এপেক্সের সামনে
পাবলিক পরিবহনে
জ্যামে কিছুক্ষণ অবস্থান করবেন কি মাননীয়?

অন্তত উইকেন্ডে বাসায় ফেরার পথে
যাদের বাড়ি নেই
সেই সব আউটসাইডারদের জন্য
একটু সৌরভ বিলাবেন কি মাননীয়!

অন্ধকারে কায়া হারানো
মানুষগুলির জন্য সামান্য আলো হবেন কি?

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login