চারুমান্নান

ঐ বিপ্লবী হেঁটে যায়

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

ঐ বিপ্লবী হেঁটে যায়
ঐ বিপ্লবী হেঁটে যায়

পথে রক্ত খোয়াবি আয়
আমার সাথে আয়, পথে গেয়ে পথের গান
শুনে সবাই সন্দিহান!
কপালে উঠবে চোখ, একি রক্ত?
এ যে লাল রক্ত আমার পথের ধুলায়।

মানুষের রক্ত?
কোন খুনিরা পিপাসা মিটায়
নিষ্ঠুর পৈশাচিক মতিভ্রম দানব,
ছড়িয়ে দেয় শ্রেণী বৈষম্য
রক্ত কুঁড়ে খায়;
অর্থলোভী দাবা নলে দগ্ধ সমাজ
সুবর্ণ ছায়ার পথ গুল্ম কাঁটায় ঢাকে।

বিন্দু বিন্দু রক্ত ফোটায়,
ঐ বিপ্লবী হেঁটে যায়
আমার আঙিনা মাড়িয়ে,
ঐ পথে, জীবনের উল্লাস ‍ভেসে আসে।

১৪১৮@২২ আষাঢ়, বর্ষাকাল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


8 Responses to ঐ বিপ্লবী হেঁটে যায়

You must be logged in to post a comment Login