আহমেদ মাহির

কত বদল এই আমাতে !

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

তুমি নেই – মনে হয় যেন কত শতাব্দী কেটে গেল ,
কত বদল এই আমাতে ; এমনিতেই তো এই বদল হতো –
হয়ত এমন করে হতো না – হয়ত এভাবে হতো না ।

এখনও প্রায়শই স্টেশানে বসে থাকি ; আগেও যেমনি
বিকেল-সন্ধ্যা-রাত্রি অবধি থাকতাম । এখনও যথা নিয়মে
ট্রেন আসে , আবার স্টেশান ছেড়ে চলেও যায় । শুধু সেই
পুলকিত বোধগুলো কেন যেন আর কাজ করে না আগেকার
মতন করে । ইদানিং মহানগর , জয়ন্তিকা , উপবনেরা
উত্তাল বেগে ছুটে আসে দুরন্ত প্রাচীন কষ্টমালা সাথে করে
আর যাবার বেলায় , অযথাই জলপ্রপাতের ধারা এ বুক জুড়ে !

এখনও কোনো ফেরীওয়ালার মতন করেই দুপুরের মাতাল
রোদে ঘুরে বেড়াই নগরীর এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ফেড়ে ;
সেই চিল-শকুনের পাল এখনও আবর্জনার ওপরে ডানা মেলে –
কদাচিৎ চমক জাগানিয়া কণ্ঠে চিৎকারও করে ওঠে ওরা ।
শুধু ওদের উন্মুক্ত ডানা – ককর্শ চিৎকারে আনন্দধারা নেই ;
ওরা যেন অতীতের লাশ হয়ে পড়ে থাকা স্মৃতিদের মৃতদেহ
ক্ষুধার্ত-হিংস্র চোখে দেখে আর খুবলে খুবলে খায় বুভুক্ষের মতন করে !

রাত্রি-দুপুর হন্যে হয়ে ঘুরে ফিরি তোমার স্পর্শে – পদচিহ্নে ।
সেখানে শূন্যতা – একরাশ শূন্যতা ; একরাশ শুন্যতাময় ভালোবাসা !

© আহমেদ মাহির
০৭/১০/১০

### প্রার্থনা করি এ বদলের বিনিময়েও যেন পৃথিবীর সকল সুখেরা
তোমার দ্বারে অবিরত কড়া নাড়ে …

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login