শৈবাল

কবিতা : তুইতে লীন

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

নিজের ভিতর পুরেছি পুরাদস্তুর রাজ্য অনায়াসে

যদি রাজি থাকো ; দেখাবো অরণ্য এক পাতার ভিতরে ,

একফোঁট জলে সৈন্ধবের মৌতাত জোয়ার সাদা চূড়া

পাশ কেটে চলা এক একটি পুরনো ঢেউ ভাঙা শব্দ ,

সম্পর্কের হিসেব কতো নটিক্যাল মাইলে হয় জানো তো ?

জলো ডুবা তরী পারাপারের নোঙর ফেলে গেছে ভুলে ,

প্রার্থনায় তুমি বান ডাকছো , সখী আমি যে সাঁতার জানি না !

কুঞ্চিত চুলের মতো খোঁপা ছেড়ে দোষ দেই কপালের ,

সামান্য তিল স্পর্শের পাপে ; আমার ঠোঁট খসে পড়ে –

সৈকতের ঐ টকটকে সূর্যের মতো ।

একজন রাজা গোটা রাজ্যটা গিলে বসে থাকে – হাঁ হয়ে

আর একজন তুমি খেয়ে আছো আমার পুরোটা মাথা !

… শৈবাল ৩রা আষাঢ় ১৪১৮

[ … আবার তোকে ! তোর কথা কি ফেলতে পারি ! এ বেলা ভালোবাসা হলি না , শেষ বেলায় একফোঁটা নোনা জল হবি তো ? ]

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


36 Responses to কবিতা : তুইতে লীন

You must be logged in to post a comment Login