শৈবাল

কবিতা : হ্যালো কমরেড – ২

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

সারি করা নত সব নিয়ন বাতি কুয়াশার শ্লোগান

টুপ টাপ টুপ টাপ অন্ধকারে হাঁটছে মিছিল ,

টোকা দিয়ে যায় ঘুমের পাড়ায় ;’ জাগুন ‘ ‘ জাগুন ‘ … ।

হাঁটু ভাঙা এভ্যুনিউ হোঁচট খাওয়া আইল্যান্ড

ঘুমোয় মাতাল , নীশাচরীর চোখে আস্ত শহর ;

শেষ সূতোটাও হারানো উলঙ্গ উন্মাদ

বেতাল নাচছে আর ধুমছে বিড়ি ফুঁকেছে

কে জানে ! সামনে ইলেকশানে সেও হয়তো মন্ত্রী হবে ।

‘ জাগুন ‘ ‘ জাগুন ‘ … কেন পাড়ায় আগুন ?

না আমি সুভাষ কিংবা সুকান্ত নই

আমি শুধুই পুড়ে ক্লান্ত ; পুড়েছি গত জন্মেও

ধূত ছাই হয়েই জন্মেছি এইজন্মে

এই ছাইয়ের পোড়ার আর কিছু বাঁকি নেই ,

শ্লোগানগুলোও সুরেলা ঘুম পাড়ানী গান

আমি ঘুমবো দাসত্বকে জড়িয়ে

আমার রাত্রির কোন সত্য মিথ্যে নেই

টিক বা ক্রস দেয়ার কিছু নেই

হ্যাঁ অথবা না , না কিছুই বুঝি না

রাত্রি সে তো এক বিস্ময় বোধক চিহ্ন !

এক ফোঁটা অশ্রুর উপর দাঁড়িয়ে থাকা

আমার প্রিয়তমা প্রতিমা …

[হ্যালো কমরেড – ২ / শৈবাল ]

[কবিতার লেজ / প্রলাপ….
সুভাষ মুখোপাধ্যায়ের দুটো লাইন ঘুর ঘুর করছিল ঘুমোর আগে ,

” জাগুন জাগুন পাড়ায় আগুন
বাড়ে হুহু
মগজে প্রভূত দম্ভ তবু তো
আহা উহু ।
মনের মহল দিচ্ছে টহল
মিঠে কুহু
এখনো জাগুন পাড়ায় আগুন
বাড়ে হু হু । ” [ কাব্যজিজ্ঞাসা /সু মুখোপাধ্যায় ]

কলেজে থাকতে খুব প্রিয় ছিলো কবিতাটা ।

কী অর্থপূর্ণ যা বলতে চাইছে কানে আসার আগেই যেন রক্তে পৌঁছে যায় ।
কিন্তু আমাদের আমার কবিতা কথা সিদ্ধান্ত বোধ সবটাতেই দুটানা এপাশ ওপাশ ধরতে ধরতে ধরতে না পারা আমাদের অভ্যেস এই দ্বৈরথটা আধুনিক কাব্যের মতো আমিও সংক্রামিত অস্বীকার করি না অন্তত এইটুকোই বুঝতে পারছি । আনর্স্ট ফিশার একেই বলেন ” The tumult and confusion of the imagination wrought havoc with the rules of classicism “

বেশ কয়েকদিন থেকেই মাসখানেক ই হবে একটা চিহ্ন খুব জ্বালাছে , বিস্ময়বোধ চিহ্নটা ,” ! “একটা ফোঁটা তার উপর খাঁড়া একটা দাগ , কাল এর একটা মানে খুঁজে ফেলাম একফোঁটা অশ্রু তার উপর দাঁড়ানো এক মূর্তি ! হা হা … আমাদের চিন্তার মতো কোন অর্থ নেই হা বা না বা কোন প্রশ্নও নেই . শুধুই বিস্ময় ।

প্রিয় একটি গান শুনুন ভোর হয়নি

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


20 Responses to কবিতা : হ্যালো কমরেড – ২

You must be logged in to post a comment Login