আহমেদ মাহির

কাতরতা !

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আজও মাঝে মাঝে কান্না পায় !
অকারনে , অবেলায় , অসময়
সব পদাবলি থমকে দাঁড়ায় ;
কাগজে কলমে একরাশ নিরবতা বয়ে যায় !

দেখি আপন হৃদয়ের ভিতগুলোর
একে একে ধ্বসে পড়া জীর্ন কাঠামো
আর তার কাতর হাতছানি ;
সে কাতরতা যে আমায় আরও চুর্ন করে দেয় ,
আরও নড়বড়ে করে দেয় –
আজও টলমলে পায়ে দাঁড়িয়ে থাকা বিশ্বাসগুলোকে !
আমার হৃদয় ডুকরে কেঁদে বলে ,
“ও কাতরতা ! তুমি আমাতে থেকেও জাননি ,
অতটুকুই যে আমার শেষ সম্বল ? “

©আহমেদ মাহির
০৮/০৮/১০

### হেরে গেলাম ; আমায় ক্ষমা কোরো …
শুধু জেনো আমৃত্যু তোমাতেই আমার ভালোবাসা ছুঁয়ে যাবে …

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


14 Responses to কাতরতা !

You must be logged in to post a comment Login