অবিবেচক দেবনাথ

খুকির শান্তনা

খুকির শান্তনা
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

ছোট খুকিকে কোলে নিয়ে মা
চুমু খায় গালে
কাঁদেনা মা কতো ভালো
হেঁটে-হেঁটে বলে

ঐযে দেখ মা, কত্তো সুন্দর
উঠেছে আকাশে চাঁদ
জোনাকিপোকা মিটি-মিটি জ্বলে
আকাশে তাঁরার বাঁধ

হাসনা-হেনার মিষ্টি সুবাস
ছড়ায়ে বাতাসে
ঐযে শুনো হুতুমপেঁচা
হু-হু করে হাসে

অন্ধকারে আসছে দেখ
ঐযে ভুত তেড়ে
কাঁদেনা মা কান্না শুনলে
আসবে তারা দেড়ে

নানা বর্নিল হেতুমেখে
যখন মা আতমে
আনন্দে-ভয়ে কান্না মিশায়ে
তখন খুকি থামে।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to খুকির শান্তনা

You must be logged in to post a comment Login