জসিম উদ্দিন জয়

জয় বাংলা

জয় বাংলা
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

জসিম উদ্দিন জয়

স্বাধীনতা মানে, লাল-সবুজে উড়ন্ত পাখি,
দুরন্ত কিশোরীর ফুটন্ত ফুলে মুগ্ধ আঁখি।
স্বাধীনতা মানে, মায়ের শুভ্র হাসি,
রাখাল বালকের মিষ্টি সুরের বাঁশি।
স্বাধীনতা মানে, দিগন্তজোড়া সোনালী ধান,
বাংলার আকাশে  বাউলের কন্ঠে গান।

স্বাধীনতা মানে, মুক্তচিন্তা- মুক্তমনা,
ন্যায়-অন্যায়ের সমিকরন জানা।
স্বাধীনতা মানে, জগৎজয়ী নারী,
মিথ্যে তথ্য আর ধর্মের বাড়াবাড়ি।
স্বাধীনতা মানে, জাগরনির ভাষা,
জননী-জন্মভূমির প্রতি ভালোবাসা।

স্বাধীনতা মানে নারী-পুরুষ বিশ্বজোড়া,
সফলতা আর  স্বনির্ভর দেশকে গড়া।
স্বাধীনতা মানে আগামীর কন্ঠধ্বনী,
বিশ্বজুড়ে জয় বাংলার প্রতিধ্বনী ।
স্বাধীনতা মানে, বাংলার গান গাও,
জয় বংলা বলে আগে বাড়াও ।

স্বাধীনতা মানে, স্বপ্নগাঁথা  বিরহ মধুর,
যতদূর সমুদ্দুর ততদূর বাংলার সূর।
স্বাধীনতা মানে, অক্সিজেন জন্মভূমির দেশ,
অবুঝ হৃদয়ে আমার প্রথম বাংলাদেশ।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login