আহমেদ মাহির

তবু ওরা আমায় জেনেছে !

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

ওরা আমায় জেনেছিল’ মৃত্যুর সংলাপে
কিংবা তারও পরে
আমার নিস্তব্ধতায় ; অভাবের অনুভবে ।

রোজকার হুল্লোরময় উদ্যানে
সাথে চলার শপথ নেয়া কিশোরটি
আমায় ছেড়ে গিয়েছিলো ,
কোনো নতুন শপথের সন্ধানে ।
জানেনি সে কিশোর সেদিন,
তাকে সাথে করে ছুটেছি আজীবন!

আমায় কৃষ্ণে রূপ দিতে দিতে , স্বপ্নিতা ,
আমায় হঠাৎই কোনো পুরোনো পুতুলের মত
ছুড়ে ফেলে ছুটেছিলো ,
নব আনন্দধারাতলে বসা মেলায় ।
স্বপ্নিতা , তুমি জানোনি সেদিন ,
আমি হৃদয়ের কোনের ঠাকুরঘরটিতে
আমৃত্যু রাধিকারূপে তোমারই অর্চনা করেছি !

ওরা আমায় জেনেছিল’ মৃত্যুর সংলাপে
কিংবা তারও পরে
আমার নিস্তব্ধতায় ; অভাবের অনুভবে ।
ওরা আমায় জেনেছিল’ ;
তবু ওরা আমায় জেনেছে !

©আহমেদ মাহির
০৩/০৭/১০

### স্বপ্নিতা , আজও কি জানোনি আমায় ? …

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


6 Responses to তবু ওরা আমায় জেনেছে !

You must be logged in to post a comment Login