মিজানুর রহমান

ধারাবাহিক কবিতা: “আমরা” (পর্ব ১-২০)

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

প্রথম পর্ব : কারাগার

১.

অক্লান্ত অক্ষরে আমরা অঙ্গীকারে অংশীদার আমরা অকৃত্রিম অহংকার ।

অদম্য অগ্নির অগ্রাহ্য অজ্ঞতায় আমরা অস্তগামী অনাচার আমরা অটল অন্তর্মুখী অণুবীক্ষণ ।

অধ্যবসায়ী অনতিক্রম্য অনন্তকালে আমরা অনড় অধ্যয়ন ।

আমরা অনুকরণ আমরা অন্ধের অন্ত্যেষ্টিক্রিয়ায় অবিচ্ছেদ্য অন্বেষণ ।

আমরা অহিংসার অস্তিত্বে অস্ত্র আমরা অসামরিকায় অসীম অশ্ব ।

অর্থজ্ঞানের অর্জিত অর্থে আমরা অভ্যস্ত আমরা অভ্যন্তরে অভিষিক্ত ।

অযৌক্তিকতার অযাজকীয় অভ্যাসে আমরা অযোগ্য আমরা অভিশপ্ত ।

অলঙ্ঘনীয় অযাচিত অলসতায় আমরা অসম্ভাবনাময় অলৌকিকতা ।

আমরা অভিযুক্ত অভিনন্দনের অভিধানে অবোধগম্য অভিনেতা ।

আমরা অবস্থানের অন্ধকারের অংশ আমরা অবর্ণনীয় অবশ্যম্ভাবী অবশিষ্টাংশ ।

২.

অগ্রহণীয় অগ্রাধিকারের অজুহাতে আমরা অধস্ত্রকৃসংক্রান্ত অবধারণ ।

আমরা অঙ্কুরে অতিরিক্ত অন্তত আমরা অস্ত্রাগারে অভিজাতের অন্তহীন অকারন ।

অদৃঢ় অতীতের অধিকারের অস্তিত্বে আমরা অগ্নির অসম অঙুষ্ঠানা ।

অসত্য অনুমানের অপরাধানন্দে আমরা অসীম অজগর আমরা অকর্মাঙ্গনা ।

অস্ত্রের অন্ত্রে আমরা অন্নহীন আমরা অনুসন্ধ্যানীর অসহ্যতায় অসমীচীন ।

অস্বস্তিপূর্ণ অনৌচিত্যকতায় আমরা অহিংসার অধীন আমরা অশান্তিতে অমলিন ।

অশিক্ষিত অসৎতার অসিখেলায় অভিশপ্ততার অভিষেক আমরা অভ্যস্ততায় অর্ধেক।

অযাচিত অহংকারের অঙ্গে আমরা অনাথ অজ্ঞ আমরা অনুচর আমরা অধ্যক্ষ ।

অনৈতিক অশ্লীল অশিষ্টতার অন্তরঙ্গতায় আমরা অপকৃষ্ট আমরা অপমানে অপূর্ব ।

অনিয়ন্ত্রিত অপ্রশাসনিকতার অধিবর্ষে আমরা অনিশ্চিত অভ‌ক্ত আমরা অবৈধ অন্তর্ভুক্ত ।

৩.

অক্ষম অধিকারে আমরা অবাধ্য অজ্ঞতায় – আমরা অধিকতর অধার্মিক ।

আমরা অনিয়ন্ত্রিত অপরাজনীতির অনাথশালার অধিত্যকায় অসম্ভাবনার অসামরিক ।

অস্বাস্থ্যকর অপপ্রশাসনিক অসভ্যতার অস্ত্রোপচারে আমরা অলিখিত অলৌলিক ।

অরাষ্ট্রীয় অপঅনুমতির অনুশীলনে আমরা অশান্তির অনুবৃত্তে – আমরা অস্থীতিশীল ।

আমরা অনিয়মের অস্থির অন্ধকারের অকারণে -আমরা অসংবিধানিকতার অদলিল ।

অপৌত্তলিকতার অক্ষত অবিশ্বাসে আমরা অভিজ্ঞতার অভিনন্দনে অভিধান ।

আমরা অভাবের অসুবিধায় অবৈতনিক অভিজাত আমরা অব্যবহারিকতায় অপমান ।

অর্থের অভ্যন্তরে অপসংস্কৃতির অভিবাসনে আমরা অমীমাংসিত আমরা অযোগ্যতায় অলস ।

অযৌক্তিকতার অমঙ্গলাকাঙ্ক্ষায় আমরা অস্ত্রে অলংকারিত আমরা অনৈক্যে অসংস্কারক ।

অবিবাহিত অর্থনৈতিকতায় আমরা অনিয়ন্ত্রিত অনুকরণে অবহেলিত আমরা অসর্তকতায় অববাহক ।

৪.

অনগ্নপদে অপরাধীর অভিযুক্ততায় আমরা অনভ্যর্থিত অধ্যাদেশে অন্ত্যভাষী ।

আমরা অন্ধবিশ্বাসে অপচয়কারী আমরা অনিয়মতান্ত্রিকতায় অখ্যাত অব্যাহতি ।

অনধিকারের অঙ্কুরোদগমে আমরা অতু্যৎসাহে অদ্বৈতবাদীর অঙ্গরচনা ।

অতিলোভী অধ্যাত্মবাদীর অনন্তকালে আমরা অন্ধবিশ্বাসী অন্যমনা ।

অধ্যবসায়ে আমরা অনিন্দ্য অতিমানব আমরা অন্ধকারে অবর্তমানতা ।

আমরা অন্তিমশয্যায় অবশিষ্ট আমরা অসামাজিকতার অভুক্ত অভিজ্ঞতায় অসারতা ।

আমরা অরণ্যরক্ষক আমরা অসংগতিপূর্ণ অশ্বেতাঙ্গবাদীর অস্বস্তিতে অস্বাভাবিকতা ।

অসাংবিধানিকতার অপসংস্কৃতিতে আমরা অসংযমী আমরা অর্থের অশ্রুকণা ।

অরক্ষিত অবাধবাণিজ্যে আমরা অভিনন্দিত আমরা অভিনয়মস্তিষ্কে অবিচ্ছন্নতা ।

অশ্লীলতার অট্টালিকায় আমরা অধঃপতিত আমরা অখিলবিশ্বে অগ্রসেনা ।

৫.

অনাথ অস্থিরচিত্ততার অশ্বে – অসমাধিত আমরা অস্থিরতায় অস্পষ্টতা ।

অবলুপ্ত অভিভাবকত্বে আমরা অভিন্নমত আমরা অবিনাশী অমাবস্যা ।

অবিকৃত অবিচারে আমরা অপরিবর্তিত অপরাধী আমরা অনুপ্রেরণায় অববাহিকা ।

অনৌৎসুক্যের অবমাননায় আমরা অবজ্ঞার অপ্রাসঙ্গিক অবতারণা ।

অপরিশীলিত অন্তঃসারশূন্যতায় আমরা অতলান্তিক অনাড়ম্বরতা ।

আমরা অধিষ্ঠিত অধুনালুপ্ততায় অধিকারবিহীন অতিথিপরায়ণতা ।

অর্থের অগ্ন্যাশয়ে আমরা অনাথ আমরা অধৈর্যে অনাবাদী অগ্নু্যৎপাত ।

অধিকতর অধীনতায় আমরা অধিকারহীন আমরা অনুচ্চারিত অন্ধরাত ।

অসচেতনতার অন্ডকোষে আমরা অনাস্থার অধিনিয়মে অট্টহাসি ।

অপশাসনের অর্থহীনতায় আমরা অপরিশোধিত অভিনয়শৈলী ।

৬.

আমরা অপপ্রশাসনের অবিনশ্বরতায় অধ্যূষিত আমরা অনিন্দিতায় অপরিহার্য ।

আমরা অপশাসনে অসংরক্ষিত অভ্যূত্থান আমরা অপ্রকৃতবাদীর অবসান ।

অযুগান্তকারী অধিকারের অপ্রতিরক্ষায় – অধ্রুপদী আমরা অনিয়ন্ত্রণবাদে অসহাবস্থান ।

অপরাষ্ট্রযজ্ঞের অরণ্যে আমরা অধিক অস্থীতিশীল অপপ্রতিনিধির অর্জন ।

অভারসাম্যের অভয়ারণ্যে আমরা অবোধগম্য অপসাম্রাজ্যবাদীর অলংকরণ ।

অসামাজিক অনুভবে অভিহিত অনুমোদনের অধারাবাহিকতায় আমরা অসাধারণ ।

অসাংবিধানিক অশ্রুধারায় আমরা অদ্বৈতবাদীর অসাধুতায় অকুতোভয়ী অভিযান ।

অনুশাসনের অপরিহার্যতার অকুতোস্থলে আমরা অশ্বিনী আমরা অসমসাহসী ।

অস্থিরচিত্ততার অস্বাচ্ছন্দ্যতায় আমরা অনিমন্ত্রিত অনুরক্তি ।

আমরা অনিরপেক্ষতায় অপ্রতিদ্বন্দ্বী ।

৭.

অমানুষের অরণ্যে আমরা অপূরণীয় অধিকারের অবলম্বন আমরা অজুহাতে অর্পণ ।

আমরা অসামাজিকতার অস্বীকৃতিতে অস্বীকার আমরা অপ্রকাশে অশ্রুবর্ষণ ।

আমরা অসাধুবাদে অসাড় অধ্যায় ।

অসভ্যতার অসমতায় আমরা অসম্পূর্ণ আমরা অন্যায্যতায় অস্তিত্ববাদী অতিমাত্রায় ।

অগ্রাধিকারের অতিপ্রাচুর্যতায় আমরা অধিভোজী অধম আমরা অগ্নু্যদগম ।

অপশাসনের অনুতপ্ততায় আমরা অনুগত অনুত্রুম ।

অপরাষ্ট্রীয় অন্ধকারের অনুবাদে আমরা অন্বীক্ষা আমরা অন্ত্রহীন অবয়ব ।

অযুক্তিক অনৈতিকতার অন্তরণে আমরা অবৈধ অবকাঠামো আমরা অযাচিত অগৌরব ।

আমরা অনাড়ম্বর অভ্যাসে অমনোযোগী আমরা অনিচ্ছায় অগ্রজ অলস-প্রসাদ ।

অসর্তক অর্থনীতির অস্ত্রাগারে আমরা অবাস্তবতার অভিনয় আমরা অপ্রতিনিধির অন্ধশ্বাস ।

৮.

অপসংস্কারের অপরাজিতায় আমরা অসমতার অস্থিরতায় অবস্থিত ।

অভিজাতগোষ্ঠীর অনুশোচনায় আমরা অগনতন্ত্রের অনুবাদক আমরা অভিধায় অভিষিক্ত ।

অকিংবদন্তীয় অভিভাবকত্বে আমরা অসাম্প্রদায়িকতার অবমূল্যায়নে অসংস্করণ ।

অসমকামী অভিমতের অপরিণতের অস্বীকারে আমরা অরক্ষণীয়া আমরা অক্ষম অরণ্যায়ন ।

অশুদ্ধতায় আমরা অপ্রত্যাখ্যাতের অধিনায়ক ।

অভবঘুরেদের অনুপস্থিতিতে আমরা অপজাতীয়তাবাদী আমরা অশ্লীলতায় অনবজাতক ।

অধর্মীয় অন্বেষায় আমরা অশরীরী অসমাপ্তের অসহযোগ ।

অরাজতান্ত্রিক অবস্থার অফুরন্ততায় আমরা অন্তঃপ্রবাহিত অপবাদসূচক ।

আমরা অনুপযুক্ততায় অনুত্তেজিত আমরা অপর্যাপ্ততায় অনুদ্বিগ্ন ।

আমরা অনুভবশক্তিহীনতায় অপব্যয়ী আমরা অবমূল্যায়নে অন্তঃসারশূন্য ।

৯.

অগণতান্ত্রিকতার অবরোধে আমরা অপমানিত অপবাদ আমরা অপরিশুদ্ধতায় অসাধ ।

অসামরিকের অপ্রতিরক্ষায় আমরা অসূয়ক আমরা অসৌন্দর্য্যশূন্যতায় অসূয়াপরবশ ।

অক্ষরজ্ঞানসংপন্নতায় অমানবতার অক্ষতযোনিতে আমরা অখদ্যে অবদ্যে ।

অরাজকবাদী অপরাষ্ট্রে আমরা অগ্নিসংস্কারক আমরা অবক্ষিপ্ত অবক্তব্যে ।

অবলোহিত অপশাসনের অবশাঙ্গতায় আমরা অর্থশক্তির অপচয়ে অপ্রাকৃতিক ।

আমরা অবিচ্ছেদ্য অলৌলিকতায় অপ্রেমিক আমরা অর্থনিরুপণতায় অকলঙ্কিত অগ্রশ্রমিক ।

অযথার্থতায় আমরা অযাচিত আমরা অজ্ঞেয়বাদে অশান্তি ।

অযুক্তির অযুক্তচরে আমরা অয়স্কর্ষণী ।

অর্ধমানবিকতার অর্ধচেতনায় আমরা অক্রিয়তায় অদৃশ্য আমরা অধিকারহীনতায় অদৃষ্ট ।

অরাজনৈতিকতায় অপ্রতিপন্ন অপেক্ষাবাদে আমরা অশালীন অদ্ভুতত্ব আমরা অকারণে অকালপক্ক ।

১০.

আমরা অব্যর্থ-মেধায় অনঙ্কুরিত অনাক্রম্যতা আমরা অচেতনার অগ্নিদগ্ধে অনন্তকালস্থায়ী অনবদ্যতা ।

অতন্দ্র-তত্বাবধানে অজিজ্ঞাসিত আমরা – অলক্ষুণে অনবধানতা ।

অগদতন্ত্রের অণ্ডস্ফুটনে আমরা অগৌরব আমরা অগ্নিকল্পে অগ্ন্যস্ত্র অভিমত ।

আমরা অলসমনায় অষ্টপাদ ।

আমরা অসংশয়ে অগাচণ্ডী আমরা অবধানে অবাধ ।

অগ্রগণ্যতায় আমরা অগম্যাগামী আমরা অভিনবত্বে অগ্রগামী ।

অগ্রগমনশীল অতিপক্বতায় আমরা অতিক্ষুদ্রশির আমরা অতিপ্রজতায় অনুচিত ।

অসংনম্যতায় আমরা অসংযত আমরা অধিকারের অপরাজিতায় অনন্ত ।

আমরা অপরাধপ্রবণতায় অচ্ছিন্নতর্ক আমরা অরাজকতায় অন্তর্নিহিত ।

অপরাষ্ট্রীয় অপকর্মের অবতারণায় আমরা অভ্রান্ত অসভ্যতায় অমর্ত্য ।

১১.

অচূষিত অতিমিত অভিমতে আমরা অদর্শন আমরা অনুপস্থিতিতে অনুপূরণ ।

অস্বাধীনতার অকৃতার্থে আমরা অধর্ম্মের অকর্ম্মণ্য আমরা অশান্তিচারন ।

অনিস্তীর্ণতায় আমরা অপাঙ্গ আমরা অপ্লাবিত অভিদ্রোহে অবস্কন্দ ।

অনিষ্টচিন্তার অপ্রশুদ্ধতায় আমরা অপ্রাকরণিক অসমাঙ্গ ।

অসমবায়ী অসম্বন্ধে আমরা অশিশুর অবিক্ষিপ্ত অপ্রোক্ষণ আমরা অবগাহন ।

অবিদ্যমান অভিখ্যায় আমরা অনুপদ্রুত অবক্ষয় আমরা অলিপ্সায় অপাঙ্গদর্শন ।

অনাচ্ছাদিত অমঙ্গলে আমরা অত্যাজ্য আমরা অপ্রত্যক্ষে অপরিতুষ্ট ।

অপ্রাচুর্য্যের অহিংসায় আমরা অনুত্রুষ্ঠ আমরা অযোগ্যতায় অনুত্তীর্ণ ।

অসচেতনতার অসংস্থানে আমরা অবিনাশী আমরা অপধ্বংসী অক্ষুন্ন ।

অপরিকল্পিত অকুলানে অবিস্তীর্ণ আমরা – অপশাসনের অলংকরণে আমরা অশূন্য ।

১২.

অপরিপক্ক অনুরাগে আমরা অসিক্নী আমরা অস্বাধ্যায়ে অধৈর্যরীতির অব্যবহিত ।

অভিঘাতী অগ্রাহ্যতায় আমরা অসুস্থ অস্বীকার আমরা অচল অহোরাত্র ।

অন্যায়ে অভিযুক্ত অসনাতন অচেতনায় আমরা অস্বতন্ত্র আমরা অপমানকর ।

অসমকক্ষতায় আমরা অপরাধীর অভিযোগ আমরা অযৌক্তিক অধর ।

অবিনির্মিত অহংবোধে আমরা অমানবিক আমরা অপ্রামাণিকতায় অন্যদিক ।

অপপ্রশাসনের অধস্তনে আমরা অভয়ারণ্য আমরা অস্থীতিশীলতায় অলৌলিক ।

আমরা অবদমিত অভিনিবেশে অসামরিক আমরা অসংবেদনশীলতায় অপ্রান্তিক ।

অপুরুষতান্ত্রিকতার অসংযমে আমরা অদৃশ্য আমরা অসর্বজনীনতায় অযৌনসম্পত্তি ।

অসমানাধিকারের অসমতায় আমরা অপ্রতিফলিত অসৈনিক আমরা অসূর্য্যম্পশ্য অস্তিনাস্তী ।

আমরা অস্বর্গ্যের অনুকূলে অআত্মবোধী আমরা অপরাষ্ট্রের অপকর্মে অকৌশলী ।

১৩.

অসাম্রাজ্যবাদের অবগাহনে আমরা অমুখাভিনয়ে অবন্ধ্য আমরা অবিশ্রুত ।

অলালসার অভাবে অসত্তারাহিত্য আমরা – অংশানুপাতিত অমন্ডিত অভিমর্দ্দ ।

অভারসাম্যের অগোচরে অপুষ্পক আমরা – অযোগ্যতার অজলপ্লাবনে অল্পদর্শী ।

অধ্যাত্মনিষ্ঠার অত্যাধিক্যে আমরা অক্রিয় আমরা অতিলোভে অসিদ্ধ অত্যাচারী ।

আমরা অপ্রতিদ্বন্দ্বিতার অনুপ্রবেশে অসমসাহসী আমরা অপরিশুদ্ধতায় অক্ষিঅঙ্গুলি ।

অত্যাচারিত অদ্ভুতত্বে আমরা অসভ্যতায় অসংযমী আমরা অসমতায় অশ্রুহাসি ।

অসহযোগিতার অশ্রদ্ধায় আমরা অনবদ্য আমরা অশুদ্ধতার অসাড়তায় অজ্ঞাত ।

অস্বাস্থ্যকর অসামাজিকতায় অসংবর্ধিত আমরা – অসংবিধিবদ্ধ ।

অনৈক্যে আমরা অবিদ্যমানসাক্ষিক অন্ত্র – অসংহতিতে আমরা অস্বতন্ত্র ।

অপপ্রশাসনের অপরাধীনতার অধ্যয়নে অবিদ্রোহী আমরা – অশান্তচিত্ততায় অবিস্তীর্ণ ।

১৪.

অনিয়মে আমরা অরাজকতা, অতিনিয়মে আমরা অসভ্যতার অস্থীতিশীলতা ।

অভারসাম্যের অস্থিরচিত্ততায় আমরা অপেক্ষাকৃত অবমূল্যায়িত অন্যমনস্কতা ।

অশৃঙ্খলার অঙ্গে অঙ্গে অদূষিত আমরা – অশুচিকরণে অভিসন্দর্ভ ।

অসাম্যের অববন্টনে অবিশ্বাসী আমরা – অসঙ্গতিপূর্ণ অবিকৃত ।

অমিতাচারী অব্যবস্থিতচিত্ততায় আমরা অবিশ্রান্ত অনান্দোলিত অনির্ব্বাহ ।

অমুক্তির অনুত্তীর্ণতার অসমাপ্তিতে অবিনাশী আমরা – অকর্ম্মরত অনস্তিত্ব ।

অবাস্তবতার অনাতিথেয়ত্বে অবৈধ আমরা – অগস্ত্য অপ্রজ্ঞাপন ।

অমর্ত্য অভ্যাসে আমরা অভ্র আমরা অবহেলিত অভিধানে অভিনন্দন ।

অপশাসনের অপবাদে আমরা অনূদিত অন্ধকার আমরা অসদাচরণে অপরিহার্য ।

অরাষ্ট্রীয় অমর্যাদার অভীক্ষায় আমরা অনুদ্ভাবিত আমরা অপাঙ্গদর্শনে অনিবৃত্ত ।

১৫.

অশৈল্পিক অনুরাজনীতির অবক্রীভূততায় আমরা অস্বৈরাচারী আমরা অশিষ্টতায় অল্পদর্শী ।

অনির্যাতিত অবমুক্তির অবস্তুনিষ্ঠতায় আমরা অমুক্তিকামীর অধীনে অন্তঃপুরচারিণী ।

অজাতিগত অবৈষম্যের অবতরণে অক্ষয়ী আমরা – অনন্য অভিসন্ধি ।

অরক্তাক্ত অসামরিকতার অস্তিত্বে আমরা অসাম্রাজ্যবাদী অরণ্যভূমি ।

অপশাসনের অমূঢ় অত্ত্বে অতিমিত অকৃতার্থ আমরা – অশান্তচিত্ততায় অশালীন ।

অসমঝোতার অপপ্রভাবের অতথ্যচিত্রে আমরা অনিরাপত্তায় অপ্রবীণ ।

অস্ত্রের অবমাননায় আমরা অবিতর্কে অপ্রস্তাবনা আমরা অবিক্ষোভে অস্বৈরাচারী-কল্পনা ।

অনিয়মতান্ত্রিকতার অন্ধবিশ্বাসে আমরা অনিমন্ত্রিত অনিরাপত্তা আমরা অন্যায্যতা ।

অজাতিগত অপপরিষদের অগ্রগতিতে আমরা অবরোধ আমরা অপচয়ে অযথার্থতা ।

আমরা অনিয়ন্ত্রণের অপ্রতিবন্ধকতায় অগোপনীয় অস্বৈরতা আমরা অবৈধ অস্ত্রে অস্থিরতা ।

১৬.

অমানবতার অংকে অঙ্কিত অপরাধে আমরা অনিরাপত্তায় অরাষ্ট্রসঙ্ঘ ।

অস্থিতিশীল অর্থনৈতিক অসমঝোতায় আমরা অসঙ্গতির অস্ত্রে অবিসন্বাদিত আমরা অরাষ্ট্রীয় অঙ্গ ।

আমরা অসার্বভৌমত্বে অহেতুক অধ্যূষিত আমরা অনিরস্ত্রতায় অভিজাততন্ত্রের অভিদ্রোহ ।

অউগ্রবাদীর অভিমুখে অবিধ্বংসী আমরা – অসহযোগিতায় অপ্রজাতন্ত্র ।

অনিরস্ত্রীকরণের অনিষেধাজ্ঞায় আমরা অপকূটনৈতিক অধিবেশনে অবৈধ আমরা অপরিশুদ্ধ ।

অসন্ত্রাসীর অরক্ষায় আমরা অচল অভ্যূত্থান আমরা অপ্রতিবাদীর অঐক্যবদ্ধতায় অম্লজান ।

অমুক্তবিশ্বের অবিবৃতিতে আমরা অউপনিবেশবাদীর অপরিদর্শিত অবদান ।

অনেপথ্যে আমরা অবরুদ্ধ আমরা অসম্ভাবনার অনুপস্থিতিতে অস্থগিত ।

অপপ্রশাসনের অসহিষ্ণুতায় আমরা অভিতপ্ত আমরা অপ্রশস্ত ।

অসমান্তরাল অপবিশ্ববিধির অমতানৈক্যে আমরা অভিক্ষিপ্ত আমরা অভিকর্ষ ।

১৭.

অন্ধকারাচ্ছন্ন অগ্রাধিকারে আমরা অসমতল আমরা অন্ধ অনুগতে অচল ।

অরাষ্ট্রীয় অজ্ঞাত অন্ত্রের অন্তরঙ্গতায় আমরা অসহ্য অশুভ্রতায় অনুজ্বল ।

অসন্ত্রাসের অপ্রতিদ্বন্দ্বিতায় আমরা অভব্যতা আমরা অমনোযোগীতায় অভদ্রতা ।

অভাবগ্রস্ত অপপ্রশাসনের অভ্রান্ততায় আমরা অচেতন অধ্যাপনায় অনন্যতা ।

অনাবৃত অসমানুপাতিক অবিকৃতত্ত্বে অরক্ত্যায়ন আমরা – অশান্তচিত্ততায় অশুচি ।

অস্বীকৃত অসন্তোষের অসন্দিগ্ধে আমরা অভিযুক্ত অভিরুচি ।

অসার অসামাজিকতায় আমরা অসুন্দর আমরা অসমর্থতায় অনিষ্টচিন্তাতে অক্ষয় ।

অপযুদ্ধের অসজ্জাকরণে অপরিহার্য আমরা – অসাম্রাজ্যবাদে অবক্ষয় ।

অলজ্জিত অভিব্যক্তিত্বের অবিকার্যতায় আমরা অভিন্নমতে অমসৃণ আমরা অমিতাচারী ।

অযাচিত অভিবন্দনায় অবহনীয় আমরা – অষ্টমীতন্ত্রে অক্ষান্তি অমান্যকারী ।

১৮.

অপচনশীল অপক্ষপাতিত্বে আমরা অম্লতা আমরা অচেতনতায় অসাড়তা ।

অবিদ্যায় আমরা অবিচ্ছেদ্য অবিজ্ঞতা আমরা অবৈতনিক-নাগরিকতায় অবিশ্বস্ততা ।

অপপণনের অপনীত-পার্থক্যে আমরা অপবারণ আমরা অপযশস্করে অপসারণ ।

অপরাধের অসনাক্তকরণে আমরা অপরামর্শসিদ্ধ অর্থায়ন ।

অর্পণ-কর্তৃপক্ষের অর্ধপানোন্মত্ততায় আমরা অর্ধাশন আমরা অল্পক্ষণস্থায়ী অসদাচরণ।

অশঙ্কিত অল্পায়তনে আমরা অল্পভাষিতা আমরা অনলস্কৃতে অব্যবস্থিতচিত্ততা ।

আমরা অমনুষ্যে অমঙ্গলেচ্ছা ।

অমন্দীভূত অংশীদারহীন অমরকাননে আমরা অহুঁশিয়ারি আমরা অঁচলীকরণে অংশগ্রাহী ।

অস্বতন্ত্রতায় আমরা অকুণ্ঠচিত্তে অকুতোভয়ী – আমরা অংশুমালী ।

আমরা অভিপ্রয়াণের অভিক্ষিপ্তাবস্থায় অম্লগন্ধী আমরা অযুগ্নতায় অয়স্কর্ষণী ।

১৯.

অদূর্নীতির অভিযানে আমরা অক্রোধী আমরা অপ্রমানিত অভিযোগে অগ্নিচূর্ণী ।

অসম্মিলিত অপরাষ্ট্রকার্যের অদহনে আমরা অদীক্ষিত আমরা অধ্যূষিত অআততায়ী ।

অদূরদর্শিতায় আমরা অরণতরী ।

অপপ্রশাসনিক অপরিচিতার অখেলোয়াড়সুলভে আমরা অগ্নি অধিষ্ঠিত ।

আমরা অনিয়ন্ত্রণের অগ্রগণ্যতায় অগ্নিদাহ্য আমরা অধিকারের অনাথে অগ্নিমান্দ্য ।

আমরা অভারসাম্যে অঙ্কশাস্ত্রজ্ঞ আমরা অনির্ভরযোগ্যতায় অঙ্কুরিত ।

অলঙ্কৃত অলসতায় আমরা অশিষ্টতা আমরা অশাস্ত্রীয় অধিনিয়মে অধিত্যকা ।

অশৃঙ্খলিত অনুকূলতায় আমরা অনুচ্চার্যতা আমরা অনুচিতসাহসীকতায় অনুজন্মা ।

আমরা অতিভোজনে অনাহার আমরা অবিকার্যতায় অনর্থক অহংকার ।

অহিংসের অহায়তায় আমরা অতসী অগ্ন্যুদগার আমরা অধুনালুপ্ততায় অতিথিসৎকার।

২০.

অঞ্চলবিভাজনের অঘোষিত অপ-আইনে অঙ্গবিহীন আমরা – অঙ্গুলাঙ্কে অবিকৃত ।

অতিভোজিতুল্য অতিপ্রজতার অভিন্নমতামতে আমরা অভিনব আমরা অবাধবাণিজ্য ।

আমরা অসচিবগিরির অভাবে অট্টরব আমরা অঘুমন্ত অনাধিকারে অনাহূত অবয়ব ।

অভ্যাসের অমরত্বে আমরা অপর্যাপ্ত আমরা অভ্যন্তরমুখী অমনোযোগীতায় অভাগ্য ।

অরাজকতার অরুণোদয়ে অসামরিক আমরা – অস্তবনীয় অবিধাতার অহার্য্য ।

অসংস্কৃতির অস্থিচর্মসারে অস্থায়ী আমরা – অসাংবিধানিক অসমতায় অশ্রুবিজরিত ।

অপ্রতিবন্ধকতায় আমরা অকরণী ।

অস্থানান্তরিত অপরাজনীতির অমাব্যসায় আমরা অন্তঃপুরচারিণী ।

অকালপক্কতায় আমরা অকার্যকরী আমরা অকারণে অকাল-উল্লাসধ্বনি ।

অনিষিদ্ধ অস্বতন্ত্রতায় অসহিষ্ণু আমরা – অধিকারের অন্তিমশয্যায় অবশ অগ্নি ।

– চলবে

ভি ০০৭, ভিলা ইউনিভারসিটারিয়া, ভেললাতেররা, (Universitat Autònoma de Barcelona), স্পেন । ২১৪৬ । ০৩-১০-২০১৩ ।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login