শাহ আলম বাদশা

নষ্ট কবি নষ্ট কবিতা!!

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

Δপাপ যদি হয়

উদোম শরীরে কিংবা ফিনফিনে পোষাকে যখন

দুলিয়ে তুমি কোমল দেহবল্লরী

উগ্র প্রসাধনে চলে যাও মুক্ত-স্বাধীন–

হৃদয়ে তখন আমার মাতাল হাওয়া বয়ঃ

আর দাপাদাপি করে শুধু নরকের কীট;

মনের পশুটাও ক্ষেপে ওঠে বেগতিক

ঠেকাই তাকে বলো, কী সাধ্য আমার?

সর্পিল গতি হেঁটে যাও তুমি—-

ভেসে চলে বাতাসে গন্ধ তোমার

পাগল আমি চেয়ে থাকি অপলক

পাপ যদি হয়, বলো দোষ কি আমার!

পতঙ্গের মতো হয়ে বেভুল-মাতাল

নিজেকে দিতে যদি না পারি সামাল;

কিংবা মোহের আগুনেই কভূ দিয়ে দিই ঝাঁপ

দায়ী কি হবেনা তবু তোমার শরীর

একাকীই নেবো আমি নিন্দার ভাগ!!
************

Δছুটে যাই নষ্টলোক

ছন্দিত পদভারে হেঁটে যাও তুমি

দুলিয়ে দুলিয়ে কোমল নিতম্বদ্বয়

খেলা করে কীযে দেহের ভূভাগ–

উথাল-পাথাল যেনো ঢেউয়ের নাচন!

তুমি কি বুঝতে পারো বা দেখতে পাও

কী নাছোড় তোমার অদৃশ্য চূম্বক?

কেমনে বিদ্ধ করে আমার হৃদয়-শরীর

বড়শীবিদ্ধ হয় যেমন দুরন্ত মাছ;

হায়, কী করেই বা দেখবে আবেশীয় চোখ!

কিংবা টিভি-সিনেমার পর্দায় নাচো গাও

তখনো কি ভাবো, তোমার দেহের নাচন–

জাগায় মনের ভেতর অবাধ্য জোয়ার

মধুর আকর্ষণে কাজ ভুলে মাতাল আমি

মন্ত্রমুগ্ধের মতোন ছুটে যাই নষ্টলোক!

ষোড়ষী কিংবা শিশুও কি তখন আর

অভয়ারণ্যেও থাকে নির্ভয়-নিরাপদ?

আমি না হয় মদমত্ত বেভুল, হোক সাজা হোক

কিন্ত সাকী হে, সাজা কি হয় কখনো তোমার!!

**আরো ভালো ও মজার মজার লেখা পড়তে ঈদ সংখ্যা ”ক্রন্দসী” পড়ুন এবং পরবর্তী সংখ্যায় লেখা পাঠান– ক্রন্দসী<

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।

You must be logged in to post a comment Login