অরুদ্ধ সকাল

ন ন্দি নী

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

নন্দিনী কাটাতারের বেড়ায় কি কখনো আঁচর খেয়েছো;
কখনো কি তোমার আঙ্গুলী রক্তাক্ত হয়েছিলো সেই আঁচরে ?
সেই আঁচরে কি যন্ত্রণা ফুটেছিল তোমার মুখে;
হয়তো ফুটেছিল কিংবা ফোটেনি;
হয়তোবা কোনদিন ফোটবেও না;
কিন্তু দেখো; আমি এমনই আঁচর প্রতিনিয়তই পেয়ে চলেছি দিনরাত্রী।

আমি পাথর হয়েই কাটিয়ে দিতে পারতাম সারাটা কাল
তোমার চোখের ভাষা বুঝতে গিয়েই;
আমার এই আঁচর কাটা;
আমার এই অশান্ত মনের তুমুল আলোড়ন।

নন্দিনী তুমি একাকিত্ব বুকে নিয়েছো কখনো ?
হয়তো নাওনি; কিংবা কখনো হয়তো কখনোই নিতে হবেনা তোমায়;
কিন্তু দেখো ,আমি নিয়েছি বুকের এই মধ্য বনভূমিতে;
যেখানে সবুজের সমারোহে জলন্ত দাবানল দিয়েছো তুমি।

নন্দিনী ভালো আছো তো তুমি;
ভালো না থাকলেও;
আজকালের ঘুণেধরা চরাঞ্চলের প্রান্তরে নিঃস্ব মনে যদি হয় নিজেকে;
তবুও ভালো যে থাকতেই হবে তোমাকে।
কেননা তোমার চোখের কোলে বিষন্নতার ভাঁজ আমি দেখতে চাইনা।

_______________________________________________

হলিনেস চার্চ
বিরিশিরি
৭ ই জানুয়ারী-২০১১

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


12 Responses to ন ন্দি নী

You must be logged in to post a comment Login