দিনলিপি

পোড়া মন!

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

মাঝে মাঝে নিজেকে বড্ড মিস করি

মাঝে মাঝে নিজের মাঝে আর নিজেকে খুঁজে পাইনা

মাঝে মাঝেই মনে হয় আমার মাঝে বুঝি আজ নতুন এক সত্ত্বার বসবাস।

তুমি আমায় ভালোবাসো

অত্যাধিক ভালোবাসো

এতোটাই ভালোবাসো যে তোমার ভালোবাসা আমায় মুক্তি দিতে পারেনি

তোমার ভালোবাসা আমায় করেছে বন্দী।

ছোটবেলায় আমি খুবই স্বপ্নিল মানুষ ছিলাম

আকাশে পাখি দেখে ভাবতাম ‘আমিও একদিন পাখি হবো’

তোমাকেতো আমি আমার ডানা হিসেবে চেয়েছিলাম

তুমি কেন তবে খাঁচা হলে!

আমি আজ তোমার ভালোবাসায় বন্দী।

আমার সকল সুখ দুঃখ তুমি নিজের দায়িত্বে নিয়ে বসে আছো

আজ আমার কোন দুঃখ নেই

আজ আমি আর কিছু লিখতে পারিনা

আমার লেখা তোমার ভালবাসার কাছে হার মেনেছে!

আমিতো তোমাকে আমার অনুপ্রেরণা হিসেবে চেয়েছিলাম।

তুমি আমাকে ভালোবাসো

এতোটাই ভালোবাসো যা কিনা আমাকে অনুশোচনার আগুনে পুড়িয়ে মারে

আমি যে এতো ভালোবাসা পাবার যোগ্য নই

আমি যে বিনিময়ে এতো ভালোবাসতে পারিনা।

তুমি আমাকে দেবীর স্থান দিয়ে রেখেছ

ভেবেছ কি কখনো এর যোগ্যতা আমার আছে কিনা?

দেবী হতে হলে যে বিনাবাক্যে সকল ভক্তি গ্রহন করতে হয়

দেবী হতে হলে যে সকল আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিতে হয়

দেবী হতে হলে যে কাঠের পুতুলের মতো শুধু দেখে যেতে হয়

কিন্তু আমি যে মানুষ

সাধারণ রক্ত মাংসের মানুষ

আমারও যে পাখি হয়ে আকাশে উড়ে বেড়াতে ইচ্ছে হয়!

দেবীর আসনে চুপচাপ বসে থাকার মতো ধৈর্য্য যে আমার নেই

দেবীর মতো আমি যে সবকিছু নিরবে কেবল গ্রহণ করে যেতে পারবোনা।

আজ আমি নিজেকে বিসর্জন দিয়ে তোমার মনগড়া দেবী হয়ে গড়ে উঠছি

আজ আমি সুখী

তোমার দেবী হতে পেরে আমি সুখি।

পোড়া মন!

কেন জানি এতো পেয়েও

মাঝে মাঝে বড্ড নিজেকে মিস করি।।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login