রাজন্য রুহানি

প্রজন্মান্তরের বৃষ্টি

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

পুবের মেঘ পশ্চিমে যায় গো
উত্তরের মেঘ দক্ষিণে
মাঝখানে দৃষ্টিবাণবিদ্ধ ত্রিভঙ্গত্রাহি চাতকের চোখ

উচাটন ভাবন হুতাশন ঘেরা এখন স্মৃতির সংসার

অনুগতা বৃষ্টি আমারও ছিল একদা

মক্করমগ্ন বয়ঃসন্ধি বিলাপে মেঘের কনিষ্ঠা কন্যা বৃষ্টি আকাশের বজ্রহুঙ্কারিত নিষেধ উপেক্ষা করে নাড়ির টান ছেড়ে বাড়ি পালানোর পরে  ঋতুমতী বর্ষায়  ফলনের বিশ্বাস  বার্তায় তখন বিগলন মাটির শরীরে সুহালে গর্ভবতী  হলে প্রকৃতির টানাপড়েন  বন্ধ্যাকালে মফেল মচ্ছবে মাতোয়ারা পীরমাছদের মনরূপ ধন শোষণ ইচ্ছায় অনুখন চনমন হয়েছিল খুব।

এই দৃশ্যের ভিতর
লুঙ্গি মাথায় বেঁধে ধেইধেই নাচতাম আমিও
লোকে বলতো ল্যাংটা বাবা
গভীরতর চশমার কাচ মুছে বৃষ্টিপাগল বলতো কেউ কেউ
ঘরে ঘরে আলাপ-প্রলাপ
সৌখিন খিচুরি পেটে বদহজম দিলে নাকচাপা দিতো হাত
কানেরা শুধু কান পেতে শুনতো হেড়ে গলার গান
বৃষ্টির সঙ্গে রঙ্গ করে সবুজ হতেছে সময়

প্রেমে মইজা মৎস্যকন্যা দেখায় পাতালপুরী
ছিটেফোঁটা বৃষ্টি ফেলে জলের নহর ধরি

বৃষ্টির হলো অভিমান; পরকীয়ায় রাতের বাতাস ছোঁয়া অপমান। আমি পাই নি টের; হালে পানি পেলে গোছাতাম আসন্ন আখের। নিজের পায়ে মারলাম কুড়াল; মাটিতে বসা পাখি দিল উড়াল। জল হয়ে বৃষ্টি ফিরে গেল মেঘে; খরতপ্ত দিনের বাষ্পীয় আবেগে।

পুব-পশ্চিম-উত্তর-দক্ষিণ জুড়ে মেঘের আনাগোনা
এখনও চুপিসারে সখ্য হয় বৃষ্টির
মাটির মনে; সদৃশ সঞ্চারিত গর্ভ হলেও
প্রজন্মে প্রজন্মে ধারাপাত বদলে দেয় জীবন সমীক্ষা

১১ জুলাই ২০১১

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


31 Responses to প্রজন্মান্তরের বৃষ্টি

You must be logged in to post a comment Login