আজিজুল

ভালোবাসার জেল হাজত

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আমাদের ভালোবাসায় মরিচা ধরেছে
অদ্ভুত রঙ তার।
খানিক বেগুনী আভা
তোমার লাল-মেরুন রঙ্গা শাড়ি
যেন সাক্ষাত দেবী!
ভ্রম হয়
তবুও
স্মৃতি থেকে হাতড়ে বের করি আরও কিছু বিচলিত ঘটনাবলী…

ধাতব হৃদয়, বিকেলের আদ্র-নোনা বাতাসের দৈহিক সংস্পর্শে থেকে থেকে
মরিচা পড়ে।

ভার্সিটি বাসে দাঁড়িয়ে থাকা
এতসব মানুষের ভিড়ে পিষ্ট হয়েও
ভাবতে থাকি,

তুমি আছো মেরুন রঙ্গা শাড়ি পড়ে-
অদ্ভুত তার রঙ!
যেন সাক্ষাত কুমারী,
লাল রঙ ভেবে ভুল করি।

আগের মতই ভুল আর অপরাধ-
ক্রমাগত জমতে থাকে,
বাড়তে থাকে।

মরচে ধরা ক্ষত ভালোবাসার এই কনডেম সেলে
এত সব মেয়াদ উত্তীর্ণ শাস্তির দেখাও কি মিলে?

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


7 Responses to ভালোবাসার জেল হাজত

You must be logged in to post a comment Login