শৈবাল

মেনিক শহর ছেড়ে …

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আলোচনা -সমালোচনায়
বাড়ামিতে ভাঁড়ামিতে
কথায় কথায় অযথায়
ন্যাকামিতে ব্যাকামিতে
বাচাল শহরের মাথাটা
বেশ তপ্ত হয়ে গেছে ,
সেই উষ্ণতায় আমারও
দেহ শৈলটা গলছে ,

যেই রঙিন প্রজাপতিরা
অভিমানে নির্বাসনে
আমিও পালাবো হুট করে
তাদেরই নিমন্ত্রণে ,
ঘাস ফড়িং এরা কোথায়
সব লাফিয়ে হারায় –
পাখিরা লুকালো যে জঙ্গলে
আমি যাবো সেই দলে ।

এক জোছনায় শিউলীর
গন্ধ হয়ে উড়ে যাবো
ঠিক বলছি এই মেনিক
শহর ছেড়ে পালাবো ,
প্রায় সবটুকু আয়োজন
শেষ করেছি যাত্রার
আর শুধু একটা শিউলী
ফুল গাছ দরকার ।

(মেনিক শহর ছেড়ে … শৈবাল )

[বলবেন কী একটা শিউলী গাছ কোথায় পাই … ]

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


8 Responses to মেনিক শহর ছেড়ে …

You must be logged in to post a comment Login