ফকির ইলিয়াস

হার্টরিং

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আমি জানি হার্টের রিং বিক্রী করার জন্য যে দালালরা এখন রাস্তায় নেমেছে,
তারা একদিন বিক্রী করতে চাইবে মানুষের মাথামুন্ডু, পাঁজর, নাক-কান-গলা।
আর নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধানেরা ক্রমশঃই ভুলে যাবে,
কীভাবে মানুষের গলায় রক্তক্ষরণ হয়,কীভাবে বধির শিশুরা প্রথম হামাগুড়ি
দেয়া শিখে। অথবা কীভাবে মানুষ নাক দিয়ে টেনে নেয় বিষাক্ত কার্বন।

আমি জানি, আরও কিছু মুনাফাখোর বাতাসে ফরমালিন উড়িয়ে এই বায়ুমন্ডলকেও

করতে চাইবে আরও বিষাক্ত। মাছ, মাংস, ফল-মূল,
এমনকি মনুষ্য দেহেও ক্যামিকেল মিশিয়ে করতে চাইবে,
‘মোটাতাজা করণের’ সর্বশেষ নিরীক্ষণ। আর কিছু তাবিজ বিক্রেতা
জাতীয় দৈনিকের পাতায় ফুলপেজ বিজ্ঞাপণ দিয়ে করতে চাইবে
সকল মুশকিল আসান !
আমাদের কিছু মন্ত্রীও তাদের মুরিদ হয়ে গায়ে পরে নেবে লালসালু।

আমি জানি, এইসব হার্টরিং মানুষের বুক থেকে চুরি করতেও এগিয়ে
আসবে কিছু তস্কর !
‘এতো দামী রিং বুকে নিয়ে ঘুরছে ! খুলে নিয়ে আয় ‘- হুকুম জারী করে
দূরে দাঁড়িয়ে হাসতে থাকবে তস্কর সরদার !

হায় দেশ ! হায় মানবতা , তোমাকে প্রশ্ন করি – একটি বার বলো,
আসলে তুমি কার !

============================================
সংবাদসূত্র – http://www.amadershomoy1.com/content/2011/08/10/news0711.htm

—————————————————————————————————–

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


3 Responses to হার্টরিং

You must be logged in to post a comment Login