সকাল রয়

☼ নীলের বলো দাম কি আছে, তোমার দুঃখের কাছে ☼

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

নীলের বলো দাম কি আছে, তোমার দুঃখের কাছে

সে,যে সকাল-সাঁঝে, হাজার কাজে
বন্ধু হয়ে নিত্য লাজে, তোমায় ছুঁয়ে থাকে
সে নিত্যদিনের ঘরকান্নায় তোমায় নিয়ে খেলে-
জোয়ার ভাটার খেলা।
সে-যে উড়নচণ্ডী, তাড়িয়ে বেড়ায় সকল রোদেল বেলা।

তোমার দেহের ভাঁজে, কথার কষ্ট সাজে,
তোমার শূণ্য সিথী খা-খা সাদা মাঠ।
তোমার ভাগ্য নদীর ব্যার্থ ঘুড়ি উড়ে সকল স্থানে
তোমার পায়েল জোড়া যেন বন্দি শিকল-
হারে সকল জেতা খেলায়।

তোমার দুঃখের কাছে আছে কি দাম বলো নীলের।

প্রচ্ছদ-লেখক
=========================================

আমার মতে –
যে যত বেশি কষ্ট পায় সে তত বেশি ভালো কবিতা লিখতে পারে

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


6 Responses to ☼ নীলের বলো দাম কি আছে, তোমার দুঃখের কাছে ☼

You must be logged in to post a comment Login