- প্রথম পাতা
- ব্লগ
- উপন্যাস
- গল্প
- মুক্তিযুদ্ধ
- কবিতা
- ভ্রমণ
- চিত্রকলা
- কথাশৈলী
- চলচ্চিত্র
- রম্যশৈলী
- এলোমেলো
গ্রাম আমদির পাড়া। চারদিক সবুজে ঘেরা, আমাদের পাড়া। মাঠে মাঠে রাখালের বাঁশি বাজানো সুর, চলে যায় গ্রাম পেড়িয়ে বহুদুর। গাছে, গাছে, হরেক রকম ফুল, ফল,পাখির ডাক। রাতে জোনাকী পোকার মিটমিট আলো,আহা খুব সুন্দর লাগে দেখতে ভালো। এই গ্রামকে কেন্দ্র করে আছে একটা বটগাছ। বটগাছটার বয়স প্রায় একশত বছর হবে। এই বটগাছটার চারদিক দিয়ে গড়ে উঠেছে […]