ফয়সল-অভি

“”ফ্লোরিং””

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

ফ্লোরিং
ফয়সল অভি
২৫.১১.০৯
চট্টগ্রাম

খাটটা বক্স হয়ে পিঠকে ঠেলে দিয়েছিল ছাদের কাছাকাছি
ঝিঁ ঝিঁ রোদ, পরিচিত সোডিয়াম বাতি আর টিকটিকির সচেতন চোখে
আমি উপুর হয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে আঙ্গুলের গান গুনি ।

শিমুলের মেঘ পরশ দিলে ঘুমের ভাল ওম হয়
স্বপ্নরা এই দরজায় প্রতিদিন খুব সকালে পত্রিকা দিয়ে যায়
নাম; দৈনিক স্বাচ্ছন্দে স্বাভাবিক জীবন ।
দার্জিলিং সুবাস দক্ষিণ জানালায় জমাই
এখনো জ্বালানো টেবিল ল্যাম্পের আলোয় : পাড়াতো কত মুখ মেক-আপ নেয়
আমাকেও বলেছিল নাটক ও শর্ট ফিল্মে একটা চাঙ্ক দিয়ে দিবে
ভীষণ ভোল্টেজে গলির কুকুর তো একটা মঞ্চ বানিয়ে বিজয় দিবসে পাঠশালা করেছিল
প্রধান অতিথির খাস কামরায় জুতো খুলে আমার প্রকট সন্মান
অনিয়ন্ত্রিত আবেগী ভাষনে ওপাড় থেকে ভেসে আসা শ্বেত শালিক বার কয়েক ডাকও দিয়েছিল
গাছ পাকা চাক থেকে সদ্য জাত এক ভালোলাগা জানিয়ে দিল
চার কোণা বক্স এর খাট : এক পাশ তো খালিই!
গহীন রাতের পাশ ফিরে আমিও প্রকাশ করেছিলাম অপ্রকাশিত উপন্যাস

পাণ্ডুলিপি অসংশোধিত এক প্রকার বিশ্বাস
তখনও জানিনি ঘুণ জাল ছড়িয়েছে খাটের অন্তর
খুট খুট খাওয়ায় জমে ছিল ক্যান্সার ।
দৌড় ঝাপ আর সাঁতার
প্রচণ্ড সুনামির আগে জেগে ওঠা ফাটল
অতঃপর বক্স খাটের এক জানাজা ।

কি চরম শূন্যতায় যাত্রা ফ্লোরিং
ছাদও আজ দূর মনে হয়
তিন হাতের সেই হাওয়াও মেঝে ছোঁয় না : উপরেই থেমে যায়
খরার দোহাইয়ে পাশ ছেড়েছে পাশ
প্রান্তর যেন ঘিরে ধরা বাস
পায়ের নিচে জমিন হলেও এখন পিঠের নিচে
কারুকাজের বক্স খাট প্রয়োজন ।

উঠে যাওয়া সিঁড়িতে সবাই সহযাত্রী
নেমে যাওয়া সিঁড়িতে আমিই শেষ যাত্রী ।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


6 Responses to “”ফ্লোরিং””

 1. rabeyarobbani@yahoo.com'
  রাবেয়া রব্বানি ডিসেম্বর 24, 2010 at 2:44 অপরাহ্ন

  ভালো লাগল বেশ

 2. bonhishikha2r@yahoo.com'
  বহ্নিশিখা ডিসেম্বর 25, 2010 at 2:44 অপরাহ্ন

  আপাত সুন্দর। কথাশৈলী মুগ্ধতার দাবি রাখে।
  .
  .
  .
  তবে…
  কবিতার শরীর মেদবহুল। স্লিম হলে আরো সুশ্রী লাগতো, এমনটাই মনে হলো।

 3. faysal.ovi@gmail.com'
  ফয়সল-অভি ডিসেম্বর 26, 2010 at 6:21 পূর্বাহ্ন

  আন্তরিক ধন্যবাদ রইল ।

 4. faysal.ovi@gmail.com'
  ফয়সল-অভি ডিসেম্বর 26, 2010 at 6:22 পূর্বাহ্ন

  প্রেক্ষাপট থেকেই কবিতার জন্ম তাই প্রেক্ষাপটই নামকরণ হলো । ধন্যবাদ রইল ।

You must be logged in to post a comment Login