চারুমান্নান

বিরহী নন্দনদশা

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

বিরহী নন্দনদশা

<!–

Picture

–>

তুমিতো ছিলে একদিন,
সমুদ্রভাসান স্বপ্ন!
বাম হাড়ের নিষ্ঠায়
হয়তো দেখা হবে একদিন, পাতা ঝরার সজনে তলে;
বিথীকার বেহুলার তাবর রাত জাগা পুষ্পঘুম
শুধু কেঁধে কেঁদে পাঁপড়ি ভিজে,  আমার সোনামুখি ‍কষ্টগুলো
বিরহী ঘুঘুর ভাবনায় ডাকে।

আমার শুণ্যতালুতে,
আকাশ আজ বহ্নিশিখা
আমার রক্তমর্জ্জা; শুধু পু‍ড়িয়ে ছাই করে! বিরহী নন্দনদশা
শুধু রুপের নেশায় ক্ষুধা মিটে;
একটুখানি চাঁদের জীবন।

১৪১৭@১ চৈত্র, বসন্তকাল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


2 Responses to বিরহী নন্দনদশা

You must be logged in to post a comment Login