এন এন নিঝুম

এখন ই সময়…… কিছু প্রশ্ন

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আমরা কি একটা গবেট, অথর্ব জাতি তে পরিনত হয়েছি? আমরা এখনও কেন চুপ করে বসে আছি ,কেন এখনও বড় বড় বুলি ঝেরে ফেলে,স্বার্থপরতা ঝেরে ফেলে আমরা কি অন্যায় আর অবিচার এর বিরুদ্ধে , দুর্নীতির বিরুদ্ধে আমরা কি অত্যাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ,দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে ,কু রাজনৈতিকতার র বাইরে এসে কেবল আমাদের মত আমাদের বাংলাদেশ কে গড়তে পারিনা? আমরা আমাদের সন্তানদের কি দিয়ে যাচ্ছি ,কেবল ই মৃত্যু নগরী আর অত্যাচারের শৃঙ্খল।? এখনও কি সময আসেনি পরিবর্ত এর?
আমরা কি শুধু মোবাইল এর নেটওয়ার্ক পরিবরতন করেই দিন বদলের গান গাব? আমরা কি শুধুই উগ্র আধুনিকতাকে আমাদের পরিবর্তনের মাপকাঠি বানাব?আমরা কি আমাদের দেশের কথা ভাব্ব না? আমরা কি ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে ঘামবো? আমরা কি শধুই ঋণের বোঝা কাধে নিয়ে আমরা মারা যাব?

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


8 Responses to এখন ই সময়…… কিছু প্রশ্ন

You must be logged in to post a comment Login